ইয়েমেনি শিশুদের ‘প্রতিচ্ছবি’ আমালের মৃত্যু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:09:19

মানবদেহের বক্ষপিঞ্জরে কয়টি হাড় আছে? মাত্র কয়েকদিন আগেই ফেসবুকে ভাইরাল হওয়া ইয়েমেনের শরণার্থী শিবিরের শিশু আমাল হুসেনের ছবিটি দেখলেই নির্দ্বিধায় বলে দেওয়া যাবে বক্ষপিঞ্জরের হাড়ের সংখ্যা।

অপুষ্টিতে জর্জরিত এই শিশুটির অবশেষে জীবন ও স্বদেশের সকল যুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাড়ি জমায় না ফেরার দেশে। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তার মা জানান, ‘আমার হৃদয় ভেঙ্গে গিয়েছে। আমাল সব সময় হাসিখুশি থাকত। আমি এখন আমার অন্য শিশুদের নিয়েও চিন্তিত।’

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসে আমালকে নিয়ে এক সংবাদ প্রকাশিত হওয়ার পর তার উলঙ্গ ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে ছবিটি উলঙ্গ হওয়ায় ‘যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন’ বলে ছবিটি ব্লক করতে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু নোটিজেনদের প্রতিবাদে ফেসবুক তার নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপরেই ব্যাপক ভাইরাল হয় ছবিটি। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের প্রতিচ্ছবি হয়ে গত সপ্তাহের পুরোটা জুড়েই ফেসবুকে বিচরণ করেছিল ৭ বছর বয়সী আমালের ছবিটি।

বেশ কয়েকদিন অপুষ্টিতে ভোগার পর আমালকে নিয়ে আসা হয় ইয়েমেন সরকার কর্তৃক পরিচালিত শরণার্থী শিবিরে। সেখানে কয়েকদিন চিকিৎসা নিলেও টাকার কারণে উন্নত চিকিৎসার অভাবে শেষরক্ষা হয়নি শিশুটির। তবে মৃত্যুর আগে নিজ দেহের হাড্ডিসার পরিণতি দিয়ে সারাবিশ্বের সামনে ইয়েমেনের করুণ পরিণতি তুলে ধরে।

শুধু আমালই নয় ইয়েমেনে আরো প্রায় ১৮ লক্ষ শিশু এই অপুষ্টিতে ভুগছে। আমালকে মৃত্যুর আগে কিছুটা সময় চিকিৎসা করেছিলেন ইয়েমেনের ডাক্তার মেক্কিয়া মাহদি। তিনি জানান, আমালের মত আরো অনেকেরই এই অপুষ্টিজনিত সমস্যাটা রয়েছে।

উল্লেখ্য, ইয়েমেন থেকে ইরান সমর্থিত ‘হুথি’ জঙ্গিদের হঠাতে নৃশংস হামলা চালাচ্ছে সৌদি সরকার। এতে যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে। তবে এই যুদ্ধের বলি হয়ে অপুষ্টিতে ভুগছে লাখো শিশুসহ সাধারণ জনতা।

এ সম্পর্কিত আরও খবর