জাতিসংঘের সাধারণ সভায় ট্রাম্প রোহানির বাগযুদ্ধ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:33:12

ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ নিয়ে জাতিসংঘের সাধারণ সভায় বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি। মঙ্গলবার দেওয়া এই বক্তব্যে তেহরানকে বৈশ্বিক বাণিজ্যে একঘরে করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে হাসান রোহানি যুক্তরাষ্ট্রের এই অবরোধ আরোপের আহ্বানকে বলছেন ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’।

দুই নেতার বাগযুদ্ধে ভেস্তে গেছে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসা ও ইরানের উপর পুনরায় অর্থনৈতিক অবরোধ জারির বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সম্ভাব্য আলোচনা ।

হাসান রোহানির বক্তব্যকে প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছেন, `সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় বিশ্বের সবার উপরে ইরান।‘

ইরানি নেতারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বিলিয়ন ডলার আত্মসাৎ করে প্রক্সি যুদ্ধে অর্থায়ন করেন বলে অভিযোগ এনে ট্রাম্প বলেন, ‘ইরানের আগ্রাসন ও সম্প্রসারণ নীতির কারণে এর প্রতিবেশী রাষ্ট্রগুলোকে চরম মূল্য দিতে হয়।’

ট্রাম্প বলেন, ‘ইরানের স্বৈরশাসকরা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপনাস্ত্র তৈরি, অভ্যন্তরীণ নিপীড়ন বৃদ্ধি, সন্ত্রাসবাদে অর্থায়ন ও সিরিয়ায় ব্যাপক হত্যাজজ্ঞ চালাতে এই তহবিল ব্যবহার করেন।’

‘যতক্ষণ ইরানি আগ্রাসন চলে ততক্ষণ তাকে একঘরে করে রাখতে আমরা সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।’

দ্বিতীয়বারের মত ইরানের জ্বালানিখাতের উপর নিষেধাজ্ঞার উল্লেখ করে, ইরানকে আরও কঠিন অর্থনৈতিক জটিলতার মুখোমুখি হতে হবে বলে প্রতিজ্ঞা করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ইরানের পিছনে হুমড়ি খেয়ে পড়েছে অভিযোগ এনে হাসান রোহানি তাঁর বক্তব্যে ট্রাম্পের আবারও অবরোধ আরোপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ অ্যাখ্যা দেন।

তিনি বলেন, ‘এটা চরম বিদ্রুপাত্মক যে, যুক্তরাষ্ট্র যে সরকারকে উৎখাত করতে চায় তার সাথে আলোচনায় বসার পরিকল্পনাও আড়াল করে না।’

সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে রোহানি বলেন, ‘কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক মূল্যবোধ ও সংস্থার প্রতি তাদের অদূরদর্শী ও অবজ্ঞামূলক আচরণের দ্বারা বৈশ্বিক নিরাপত্তার বিনষ্ট করছেন।’

রোহানি বলেন, ‘জোটবদ্ধ হয়ে মোকাবেলা করা কোন শক্তির জায়গা নয়, এটি বরং বুদ্ধির দুর্বলতা।’

এ সম্পর্কিত আরও খবর