২০২২ সালে শরীর-স্বাস্থ্য কেমন থাকবে, রাশিফল জানুন

, রাশিফল

জ্যোতিষী রুবাই | 2023-08-30 00:27:55

স্বাস্থ্যই সম্পদ, এই সত্যটা বিগত বছরে আমারা ভীষণভাবে অনুভব করেছি। গোটা বিশ্ব একথা স্বীকার করে নিয়েছে, সুস্থ থাকা জীবনের সব থেকে প্রয়োজনীয় বিষয়। ২০২১ সাল অতিক্রান্ত। নতুন বছরে প্রতিটি মানুষের প্রধান চিন্তা তার শারীরিক অবস্থা নিয়ে। তবে আতঙ্কিত হবার কারণ নেই। সমস্যা থাকলে, সমস্যার সবথেকে কঠিন অবস্থা আমারা কাটিয়ে এসেছি। তবুও জেনে নেওয়া দরকার কোন কোন বিষয়ে কোন রাশির জাতক জাতিকাদের ২০২২ এ বিশেষ ভাবে সচেতন থাকতে হবে।

মেষ/ এরিস (Aries) (মার্চ ২১  – এপ্রিল ২০): স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার বিষয় না থাকলেও সুগার, প্রেশার, হজমের সমস্যা আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে। বিশেষভাবে নজর দিতে হবে  খাদ্যাভ্যাসের দিকে। যতটা সম্ভব ভাজাপোড়া জিনিষ কম খেতে হবে। মিষ্টি এড়িয়ে চলার অভ্যাস করতে পারলে শরীর ভালো থাকবে।

বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১  – মে ২১):  কিডনি সংক্রান্ত সমস্যা থাকলে সেদিকে বিশেষ নজর দিতে হবে। দীর্ঘদিনের উচ্চ রক্তচাপের রোগীদের সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা দেখা দিতে পারে। শরীর চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।

মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): তরুণতরুণীদের শরীর ভালো থাকলেও, বয়স্কদের কানের সমস্যা দেখা দিতে পারে। দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। চিকিৎসকের শরণাপন্ন হবার যোগ আছে।

কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২  – জুলাই ২৩): পুরানো শারীরিক সমস্যা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। সর্দিকাশি জনিত সমস্যার যোগ আছে। শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এই বছরে বিশেষ সতর্কতা নিতে হবে। ধূমপায়ীদের বিশেষ সতর্ক থাকা দরকার।

সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪  – আগস্ট ২৩):  উচ্চ রক্তচাপ, কোলেস্টলের সমস্যা যাদের আছে তাদের বাড়তি সাবধানতা নিতে হবে। হার্টের সমস্যা থাকলে একাধিকবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।  চিকিৎসা করানোর প্রয়োজনে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। প্রোটিন ও চর্বি জাতীয় খাবার নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে। গোড়ালির সমস্যা দেখা দিতে পারে।

কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪  – সেপ্টেম্বর ২৩):  শারীরিক দিকে ছোটখাটো সমস্যা থাকলেও বড় সমস্যার সম্ভাবনা নেই। তবে শিরদাঁড়ার বা স্পন্ডলসিস  সমস্যায় কষ্ট পাবার যোগ আছে। নিয়মিত শরীরচর্চার সঙ্গে যুক্ত জাতক, জাতিকারা সুস্থ থাকবেন। ফ্লু, সর্দিকাশি সামান্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে।

তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪   – অক্টোবর ২৩): হার্ট, কিডনি প্রভৃতি বিষয়ে সতর্কতা জরুরি। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। মূত্রাশয়ের সমস্যা আছে এমন জাতকের বিশেষ সতর্কতা প্রয়োজন। হাঁটু, পায়ের পাতায় আঘাতের সম্ভাবনা আছে। 

বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪  – নভেম্বর ২২):  ছোটখাটো শারীরিক সমস্যা ছাড়া স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার বিষয় নেই। তবে ক্রনিক বা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ও পেটের সমস্যায় ভুগছেন এমন জাতক বা জাতিকার মাঝেমাঝে জটিলতা হতে পারে। 

ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩  – ডিসেম্বর ২১):  সুগার, রক্তচাপের সমস্যা আছে এমন জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকবে হবে। অনিয়মিত সময়ে খাওয়ার ফলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ওজনের সমস্যা এই রাশির শিশুদের পক্ষে ভালো নয়।

মকর/ক্যাপ্রিকন(Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): শারীরিকভাবে ছোটখাটো সমস্যা থাকলেও বড় সমস্যার সম্ভাবনা নেই। বয়স্কদের চোখের সমস্যা কিছুটা বিব্রত করবে। আঘাত লাগার যোগ আছে। সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

কুম্ভ/অ্যাকুইরিয়াস(Aquarious)(জানুয়ারি ২১  – ফেব্রুয়ারি ১৯): ছোটখাটো সমস্যা ছাড়া স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে দাঁতের সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে। পুরনো পেটের সমস্যা যাদের আছে তাদের মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে।

মীন/ পিসেস(Pisces)(ফেব্রুয়ারি ২০  – মার্চ ২০: স্বাস্থ্যের দিকে এই বছর বিশেষ নজর দেওয়া দরকার। ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যেকোনো রকমের নেশা শারীরিক পরিস্থিতি জটিল করতে পারে। অতিরিক্ত ওজন সমস্যার কারণ হবে। বাতের ব্যথা বিভিন্ন সময়ে সমস্যায় ফেলবে।

এ সম্পর্কিত আরও খবর