প্রাণের বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

বিবিধ, ফিচার

ফটো স্টোরি- সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 09:38:51

ভাষার মাসের প্রথমদিন থেকেই শুরু হচ্ছে প্রাণের বইমেলা। তাই ব্যস্ত সময় পার করছেন স্টল নির্মাণে কর্মরত কাঠ শ্রমিকরা। ইতোমধ্যে প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিবারের মতোই এবার অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করছে বাংলা একাডেমি। 

আর মাত্র একদিন পরই শেষ হচ্ছে বইপ্রেমীদের অপেক্ষা, ভাষার মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা।

শীতের সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা। চলে বেলা পেরিয়ে রাত পর্যন্ত। এ ব্যস্ততা বাঙালির ‘অমর একুশে গ্রন্থমেলা’কে নিয়ে।

 

প্রাণের একুশে বইমেলা মাত্র একদিন বাকি থাকায় ব্যস্ততার যেন শেষ নেই শ্রমিকদের। তাই বাংলা একাডেমি চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বইমেলার অন্যতম আকর্ষণ সিসিমপুর। সেই সিসিমপুরের স্টেজের কাজে ব্যস্ত শ্রমিকরা। 

মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণের কাজ।

প্রাণের মেলাকে দর্শনার্থীদের কাছে আরও প্রাণবন্ত করতে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিরও থাকে বাড়তি প্রস্তুতি।

 

এ সম্পর্কিত আরও খবর