ছবিতে পলো বাওয়া উৎসব

বিবিধ, ফিচার

ছবি: অনির্বাণ সেনগুপ্ত, সিলেট | 2023-08-31 15:54:38

প্রায় ৩শ বছর থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামের দক্ষিণ বিলে মাঘ মাসে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও তার ব্যতিক্রম হয়নি।

সকাল থেকে পলো আর ঠেলা জাল নিয়ে বিলে উপস্থিত হতে থাকেন গ্রামবাসীরা। এই উৎসবে বৃদ্ধ থেকে শিশুরা পর্যন্ত অংশগ্রহণ করে থাকেন।

সকাল ১০টায় শুরু হয় এই উৎসব। ছবিগুলো রোববার (২৭ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রাম থেকে তুলেছেন অনির্বাণ সেনগুপ্ত।

উৎসব শুরুর আগে পলো নিয়ে যাচ্ছেন গ্রামবাসী। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

পলো ও ঠেলা জাল নিয়ে উৎসবে যোগ দিতে আসছেন গ্রামবাসীরা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

উৎসবের জন্য প্রস্তুত গ্রামবাসীরা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

 

উৎসব মুখর পরিবেশে পলো নিয়ে বিলে নামছেন সবাই। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

উচ্ছ্বসিত গ্রামবাসী। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

পলো নিয়ে মাছ ধরতে ব্যস্ত এক গ্রামবাসী। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

বোয়াল মাছ ধরেছেন এক গ্রামবাসী। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

বিল থেকে মাছ ধরছে এক শিশু ছবি: অনির্বাণ সেনগুপ্ত

পলো নিয়ে ফিরে যাচ্ছে এক শিশু । ছবি: অনির্বাণ সেনগুপ্ত

মাছ নিয়ে বাড়ি যাচ্ছে এক শিশু। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

চলছে মাছ ধরা। ছবি: অনির্বাণ সেনগুপ্ত

এ সম্পর্কিত আরও খবর