দূর থেকেই নজর কাড়ে পিংক ফুলের সৌন্দর্য

, ফিচার

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ) | 2024-02-19 13:08:46

দূর থেকেই চোখে পড়ে ড্রাইড্রোন পিংক ফুলের সৌন্দর্য। উজ্জ্বল বর্ণের এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। গাছের চারদিকে ছড়িয়ে থাকে এই ফুল। বাতাসে যখন দুলতে থাকে তখন অনন্য রুপ ধারণ করে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন বাগান ও প্রতিষ্ঠানের সামনে এই ফুল চোখে পড়ে। শত ফুলের মধ্যেও এই পিংক ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য মুগ্ধতা ছড়ায়। ফুলপ্রেমীদের মনে আনে প্রশান্তির ছোঁয়া।

জানা যায়, ড্রাইড্রোন পিংক ফুলটির নাম বিদেশি। বাংলাদেশে বাণিজ্যিক ভাবে এর চাষাবাদ শুরু হয়েছে। ইউরোপের দেশগুলোতে এই ফুল অনেক জনপ্রিয়। ভারতেও এই ফুলের ব্যাপক চাষাবাদ হচ্ছে। এই ফুলের বিভিন্ন রং হয়ে থাকে। লাল, সাদা, হলুদ, নীল রং দেখা যায় বেশি। অফিস ও বাসাবাড়িতে, দেয়ালে টপ দিয়ে এগুলো সাজিয়ে রাখা যায়। ছায়াযুক্ত পরিবেশ এই ফুলের জন্য উপযুক্ত। এটি সারাবছর ফুটে। বাংলাদেশের আবহাওয়াতে ফুলটি খুবই মানিয়ে নিয়েছে।

ফুলপ্রেমী আব্বাস আলী বার্তা ২৪.কম'কে বলেন, 'পিংক ফুলের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। এটির রং ও সৌন্দর্য খুবই দারুণ লাগলো। আমাদের বাসায় কয়কেটি টবে ফুল লাগিয়েছি৷ আমাদের দেশে এর প্রচলন বাড়ছে।’

এ সম্পর্কিত আরও খবর