গর্তে অ্যাম্বুল্যান্স পড়তেই বেঁচে উঠলেন ‘মৃত’ ৮০ বছরের বৃদ্ধ

, ফিচার

ফিচার প্রতিবেদক, বার্তা২৪.কম | 2024-01-16 17:03:09

পৃথিবীর মায়া কাটিয়ে সবাই একদিন আপনজনদের ছেড়ে চলে যায়। চিরন্তন সত্য এই নিয়ম সকলে জীবের জন্য প্রযোজ্য। বয়স যত বাড়ে, মানুষ মৃত্যুর দিকে আগাতে থাকে। তাই বৃদ্ধদের নিয়ে পরিবারের সদস্যরা আরও বেশি চিন্তিত থাকেন। এর অন্যথা ছিল না, ভারতের দর্শন সিং ব্রারের ক্ষেত্রেও। অন্য সাধারণ বৃদ্ধদের মতো তিনিও মৃত্যুর দিকে পা বাড়িয়েছিলেন। তবে তিনি যে এক আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন, তা কে জানতো! 

হরিয়ানার বাসিন্দা ৮০ বছর বয়সী দর্শন কিছুদিন আগে হঠাৎ শরীরে অস্বাভাবিক অস্বস্তি অনুভব করেন। পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি বেশ কয়েক দিন ছিলেন। গত বৃহস্পতিবার চিকিৎসকরা অন্তিম শোকবার্তা জানানোর উদ্দেশ্যে দর্শনের পরিবারের সাথে যোগাযোগ করেন।

দর্শন ব্রারকে মৃত ঘোষণা করার পর, তাকে পাতিয়ালা থেকে কর্নালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার বাসভবনে শোকার্ত আত্মীয়রা একত্রিত হয়েছিল। তার শেষকৃত্যের ব্যবস্থা এবং দাহকার্যের প্রস্তুতি পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। তবে সেই মুহূর্তেই, ভাগ্যের চাকা উল্টোদিকে মোড় নেয়।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই বেঁচে উঠলেন বৃদ্ধ 

পথে অ্যাম্বুলেন্সটি অসাবধানতাবশত একটি গর্তে পড়ে যায়। দর্শনের নাতি অ্যাম্বুলেন্সে তার সাথেই ছিল। হঠাৎ সে দর্শনের হাত নড়ে উঠতে দেখে, হৃদস্পন্দন পরীক্ষা করে। আশ্চর্যজনকভাবে তার হৃদকার্য চলার আভাস পাওয়া যায়। দ্রুত অ্যাম্বুলেন্স চালক তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার ডাক্তাররা মৃত্যুর ঘোষণা প্রত্যাখ্যান করে নিশ্চিত করেন যে, দর্শন সত্যিই বেঁচে ছিলেন। এরপর দর্শন সিংকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন করা হয়। তার চিকিৎসা এখনো চলছে।

ভারতীয় যোগাযোগ মাধ্যমগুলোতে এই ঘটনা তোলপাড় করেছে। সার্জেন ভিনি সিংলা বলছেন- তারা দর্শন সিং-এর রহস্যজনক মৃত্যু এবং বেঁচে ফেরার ব্যাপারে অবাক হয়েছেন। তাদের কাছে এর কোনো ব্যাখ্যা নেই। তারা এখনো ভাবছেন, আগের হাসপাতাল থেকে কেন তাকে জীবিত থাকা সত্ত্বেও মৃত ঘোষণা করা হয়েছিল? নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ত্রুটি ছিল!

ঘটনায় অপ্রত্যাশিত এই মোড় দেখে বিস্মিত দর্শনের পরিবারের লোকজন। তারা ব্যাপারটিকে কোনো অলৌকিক শক্তি প্রভাব মনে করেন।   

তথ্যসূত্র: খালিজ টাইমস

 

এ সম্পর্কিত আরও খবর