তিন বছর পর মালিকের কাছে ফিরে এলো একটি কচ্ছপ !

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-25 17:17:47

তিন বছরেরও বেশি আগে হারিয়ে যাওয়া একটি কচ্ছপকে খুঁজে পাওয়া গেছে এবং তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকান সালকাটা কচ্ছপটিকে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত ফ্লোরিডার ইন্টারলাচেন শহরের চারপাশে ঘুরে বেড়াতে দেখা গেছে।

কচ্ছপটিকে একটি রাস্তা পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ফ্লোরিডার ওয়াইল্ডেস্ট অ্যানিমাল রিফিউজ কচ্ছপটিকে তাদের তত্ত্বাবধানে রেখেছেন। সেখানকার  কর্মকর্তারা কচ্ছপটিকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন এবং প্রাথমিকভাবে তারা এর লিঙ্গ সম্পর্কে অবগত ছিলেন না।

পরবর্তীতে কর্তৃপক্ষ নিশ্চিত হয় এটি কোন মানুষের পোষা প্রাণী হিসেবে ছিল যেটি কোন কারণে হারিয়ে গেছে। তারা এর সঠিক মালিককে খুঁজে পেতে আবেদন শুরু করেছিলেন।

একজন ব্যক্তি কচ্ছপটিকে নিজের বলে দাবি করেন এবং তিনি পুলিশ বিভাগকে জানায় যে কচ্ছপটি ২০২০ সালের জুন থেকে নিখোঁজ ছিল।

কচ্ছপটি যেখান থেকে নিখোঁজ হয়েছিল সেখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে তাকে পাওয়া গেছে। কিন্তু পুলিশ বলেছে এটি কয়েক বছরের কঠোর শীত সহ্য করার পরে একটু রুক্ষ হয়ে গেছে।

উদ্ধারকারীরা একে একজন সত্যিকারের এস্কেপ আর্টিস্ট (পলায়ন শিল্পী) হিসেবে বর্ণনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর