চীনে খামার থেকে পালিয়েছে ৭৫টি কুমির

, ফিচার

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-06 12:13:11

টাইফুন হাইকুই’র প্রভাবে চীনে প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। এতে দক্ষিণ চীনের একটি খামার থেকে প্রায় ৭৫টি কুমির পালিয়ে গেছে বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, মাত্র ৮টি কুমির উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক বিশিষ্ট খামার থেকে প্রায় ৭৫টি কুমির পালিয়েছে। এর মধ্যে কয়েকটি কুমির উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, স্থানীয়রা নিরাপত্তার কথা চিন্তা করে’ অনেকগুলো কুমিরকে গুলি করে এবং বিদ্যুৎস্পৃষ্ট করে মেরে ফেলেছেন।

চীন, জাপান, হংকং এবং তাইওয়ানে প্রভাব বিস্তার করে আসছিল টাইফুন হাইকুই। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঝড়ের প্রভাবে চীনের বিভিন্ন এলাকায় শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৭জন নিহত হয়েছেন।

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন হাইকুই আট দিন আগে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল। পরবর্তীতে এটি দুর্বল হয়ে গেলেও পুরোপুরি বিদায় না নিয়ে মৌসুমি ঝড়-বৃষ্টিতে পরিণত হয়েছে ।

এ সম্পর্কিত আরও খবর