টিয়া নিখোঁজ, সন্ধানে মিলবে ১০ হাজার রূপি!

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-10 21:05:54

 

অবিশ্বাস্য হলেও সত্যি, নিখোঁজ টিয়া পাখির সন্ধানে মিলবে নগদ ১০ হাজার রূপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার টাকা)। এমনই এক ঘোষণা দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার নিখোঁজ টিয়া পাখিটির মালিক সোনি পরিবার। খবর এনডিটিভি।

গণমাধ্যমের সাথে কথা বলার সময় সোনি বলেন, গতকাল (শনিবার) রাত থেকে টিয়া পাখিটি নিখোঁজ। পাখিটি আমাদের সাথে দুই বছর ধরে ছিল। আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। আমার বাবা গতকাল এটিকে নিয়ে বাইরে বের হয়। তখনই এটি উড়ে চলে যায়। আমি চিন্তিত কারণ পাখিটি ঠিকমতো উড়তে পারে না।

তোতাপাখিটিকে খুঁজে বের করতে সাহায্য করার আবেদন জানিয়ে সোনি আরও বলেন, গত সপ্তাহেও এটি উড়ে গিয়েছিল এবং নিজে থেকেই ফিরে এসেছিল। কিন্তু এবার যাওয়ার পর এখনো ফিরে আসে নি। আমরা পাখিটির সন্ধান চেয়ে পোস্টার লাগিয়েছি এবং মাইকিং করেছি। কেউ যদি পাখিটির সন্ধান দিতে পারে তাহলে তাঁকে নগদ ১০ হাজার রূপি পুরস্কার দেয়া হবে সেই ঘোষণাও দিয়েছি।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, নিখোঁজ পাখিটির একটি বাঁকা ঠোঁট এবং উজ্জ্বল রঙের পালক রয়েছে । পাখিটি ভারতের স্থানীয় এবং দুই বছর ধরে সোনির পরিবারের সাথে বসবাস করছে।

 

এ সম্পর্কিত আরও খবর