ভালোবাসার পরিমাপ!

, ফিচার

ফারহানা রহমান | 2023-09-01 22:42:53

"ভালোবাসা, ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে"-

চারটি অক্ষরের সমন্বয়ে ছোট্ট একটি শব্দ "ভালোবাসা"। এই চার অক্ষরের শব্দটি আবার অনেক অক্ষরের অর্থ বহন করে। ভালোবাসা অর্থ হচ্ছে -অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান। যা সৃষ্টিগত ভাবে প্রতেকের মধ্যে বিদ্যমান। ভালোবাসা এক মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রীক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে। যেমন ধর্মীয় ভালোবাসা,আত্মীয়দের প্রতি ভালোবাসা, সমস্ত প্রাণীকুলের প্রতি ভালোবাসা, সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর প্রতি মায়ের ভালোবাসা, স্ত্রী সাথে স্বামীর ভালোবাসা। এই অতি আনন্দদায়ক অনুভূতিই হল ভালোবাসা।

ভালোবাসা একটি ব্যক্তিগত অনূভুতি হিসাবে বিবেচনা করা হয়। যেটা একজন মানুষ অপর একজন মানুষের প্রতি অনুভব করে। কারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতি ক্ষেএে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত। কিন্তু ভালোবাসার বিভিন্ন রুপ আছে। প্রতিটিই মূল্যবান, প্রতিটির নিজস্ব জীবন আছে। সুখ দুঃখ আছে, সৌরভ আছে। গভীর ভালোবাসার কোন ছিদ্র পথ নেই। আর ভালোবাসা অন্তর দিয়ে অনূভব করতে হয়,এ ক্ষেএে ভাষার প্রয়োজন হয়না।

 আমার মনে হয় বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা কেউ কেউ এই ডিজিটাল যুগে ভালোবাসার মতো পবিত্র একটি নাম ও অস্তিত্বকে ব্রাউজার ব্যবহারেই সমূলে নির্মূল করে তুলেছে। আর এর ভালো মন্দ দুইটি দিকই রয়েছে বৈকি। মধ্যযুগীয় দার্শনিক সেন্ট অগাস্টিন বলেছেন -বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, আত্মমর্যাদা,  নিঃস্বার্থতা, সার্থপরতা ,বন্ধুত্ন,মিলন স্রেফ প্রেমের আরেক নাম ভালোবাসা।

 ভালোবাসার রং রস ঢং কল্পচিএ একেক জনের কাছে একেক রকম বা ভিন্ন ভাবে প্রকাশ পায়। অর্থাৎ কোন ভাষা দ্বারা এটা সংজ্ঞায়িত কর সম্ভব নয়। এটাকে শুধু হৃদয় থেকে হৃদয় দিয়েই হৃদয়ঙ্গম করতে হয়। ভালোবাসার সংজ্ঞায় আরও বলা যেতে পারে, সততা,সম্মান, দায়বদ্ধতা প্রতিটি ভালোবাসার মধ্যেই যেন এগুলো থাকে। সেটা হোক মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা,ভাই -বোনের মধ্যেকার ভালোবাসা। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এবং প্রতিবেশির প্রতি ভালোবাসা। আরও থাকা উচিত অসহায় মানুষের প্রতি বিত্তশালীদের ভালোবাসা।মূলকথা, সুখে দুঃখে ও আনন্দে একে অন্যের পাশাপাশি থাকাটাকে ভালোবাসা বলে মনে হয়।

কীভাবে আমরা ভালোবাসার মানুষটির মন বুঝতে পারি এবং নিজের কাজের মধ্যে ভালোবাসার প্রকাশ করতে পারব,সেটারও রয়েছে বিশদ ব্যখ্যা। ভালোবাসা কখনো কাউকে ভালো রাখেনা। আবার অন্যদিকে প্রকৃত ভালোবাসা থাকলে দূরে থেকেও কাছে থাকা যায়। ভালোবাসা উপলব্ধি করা যায় কথাটা কি সত্যি? নিজের মনের কাছে প্রশ্ন রাখি?ভালোবাসার গভীরতা কোনটিতে বেশি -ত্যাগের মাঝে নাকি প্রাপ্তির মাঝে?

ভালোবাসায় কোন কমা বা যতি চিহ্ন নেই।ভালোবাসা সীমাহীন। ভালোবাসায় নেই কোন ফুলস্টপ। ভালোবাসায় শুরু আছে শেষ নেই। ভালোবাসা অবিরাম ট্রেন চলার মতো, যার নেই  কোন ষ্টেশন বা থাকলেও টাচ করেনা কোন প্লাটফর্ম। কেবলই চলে আর চলে ভেপুঁ বাজিয়ে। ভালোবাসা আলোকময় চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল। এর কোন অন্ধকার নেই। কেবলই আলো আর আলো। ভালোবাসায় চলে না কোন ভালো মন্দের বিচার।

 ভালোবাসা বড় একমুখী একপেশে। শুধু দেয়ার আছে, নেবার কিছুই নেই। ভালোবাসার ভালো আছে শুরু থেকে শেষ অবধি। শুধু ভালো আর ভালো।ভালোবাসার অভিধানে মন্দ বলে কিছু নেই। ভালোবাসা সবচেয়ে সুদৃঢ় ভিত্তিহীন সাম্য। এটাই নিখাদ ভালোবাসার সংজ্ঞা।

সবশেষে বলব- সৃষ্টির আদি থেকে অদ্যবধি ভালোবাসা আছে বলেই পৃথিবী এখন ও টিকে আছে। যেদিন শব্দটির বিলুপ্তি ঘটবে সেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভালোবাসা এমন একটি আপেক্ষিক শব্দ, যা দেখানো যায় না কিন্তু সম্পূর্ণ রুপে উপলব্ধি করা যায়। এর টান বা মমত্ব এতেটাই বেশি যে ভালোবাসার কারণে বিশ্বে বহু নগর ও জনপদ ধ্বংস হয়ে গেছে। প্রায় ১৪০০ বছর আগে কারবালার প্রান্তরের ঘটনাও ঘটেছিল শুধু ভালোবাসাকে কেন্দ্র করে।

অন্যদিকে ট্রয়নগরী ধ্বংস হওয়ার পিছনে ও রয়েছে ভালোবাসার ইতিহাস। যুগে যুগে লাইলী মজনু, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখার কাহিনী মনে করিয়ে দেয় বিশ্বে ভালোবাসার ইতিহাস সুপ্রাচীন।বিশ্বে শুধু ভালোবাসাকে কেন্দ্র করে যত কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস ও মহাকাব্য রচিত হয়েছে তা আর অন্য কোন বিষয়কে নিয়ে হয়নি।

 ভালোবাসার প্রকৃত মর্যাদা সমুন্নত রাখতে আমাদের সবাই কে এর পবিত্রতা রক্ষা করা বাঞ্চনিয়। নিজেকে ভালোবাসার পাশাপাশি সবাইকে ভালোবাসতে হবে। মন থেকে, প্রাণ থেকে, হদয় থেকে। শুভ্র সুন্দর ভালোবাসা বেচেঁ থাকুক মানুষের মাঝে। ভালো বাসার রঙে রাঙা হোক পৃথিবী। ভালোবাসার শক্তিতে জয় হোক সব শুভ চেতনার। তাই  ওমর খৈয়াম এর ভাষায় -

           জীবনে আধাঁর পথে

           পাও যদি কেউ এমন প্রাণ

           যে তোমাকেই ভালোবেসে

            আপন হৃদয় করবে দান।

            প্রাণ খুলে তায় ভালোবাসো

             জড়িয়ে ধরো বক্ষে তাকে,

            ত্যাগ করো সব খ্যাতিরে

              তুচ্ছ করো জগতটারে।

               অনিত্য এধরায় জেনো

               কিছুই বড় টিকি নারে,

              ভালোবাসাই হেথায় শুধু

              অমর হয়ে থাকতে পারে।।

লেখক: ফারহানা রহমানপ্রভাষক, ফুলছড়ি সরকারি কলেজ, গাইবান্ধা।

এ সম্পর্কিত আরও খবর