হাসনাহানার মন জুড়ানো সুবাস

, ফিচার

ছাইদুর রহমান নাঈম, উপজেলা করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 23:59:32

সুগন্ধি ফুলের রাণী হাসনাহেনার মন জুড়ানো সুবাস যে কারো মনকে করবে পুলকিত। যাদুকরী সুগন্ধে মাতোয়ারা করে তোলে এই ফুল। সাধারণত বাড়ির উঠানে, আফিসের সামনে, সৌন্দর্য বর্ধনের কাজে দেয়। সুগন্ধে মাত করে রাখে এই ফুল।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরে অবস্থিত কেন্দ্রীয় দরগাহ জামে মসজিদের সামনে এই হাসনাহানা ফুল ফুটতে দেখা গেছে।

দূর থেকে এই ফুলের গন্ধ মনকে উদ্বেলিত করে। রাতে বাহিরের আকাশ আর হালকা মিষ্টি সুবাস বাতাশে স্নিগ্ধতা ছড়ায়। চাঁদনী রাতে জানালা দিয়ে তাকিয়ে চাঁদ দেখা আর সাথে এই ফুলের সুবাসে মনে এনে দিবে স্বর্গীয় সুখ।

barta24

হাসনাহানা গাছটি অনেকটা ঝোপালো। ফুল ফুটার ৫-৬ দিন পর্যন্ত ফুল সতেজ থাকে৷ রাতে ফুটে পরে এমনি ঝড়ে পড়ে। মৌসুম শেষ হলে গাছটি উপর থেকে গোল করে ছেটে দিতে হয়। কথিত আছে এই ফুলের গন্ধে নাকি সাপ আসে। তবে এর সঠিক কোন ভিওি বা কারণ খুঁজে পাওয়া যায় নি।

এ সম্পর্কিত আরও খবর