কার্তিকের অকাল বৃষ্টিতে ডুবে গেছে ফসলের ক্ষেত

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 12:17:16

নিম্নচাপের প্রভাবে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনও থেমে থেমে আবার কখনও ঝিরি ঝিরি। বর্ষা বিদায় নিয়েছে অনেক আগে শরতও শেষ। এখন প্রকৃতিতে হেমন্তকাল। তাই হেমন্তের এই বৃষ্টিকে শীতের আগমনী বার্তা হিসেবে ধরা হচ্ছে।

তবে অসময়ের বৃষ্টি কৃষকদের কিছুটা চিন্তায় ফেলেছে। বৃষ্টির কারণে শীতকালীন শাকসবজির ক্ষতি হবে। কেননা এখনই তো শীতকালীন সবজি আবাদের মোক্ষম সময়। এখন কৃষকদের মধ্যে সবজি আবাদের প্রস্তুতি চলছে। যদিও কিছু ফুলকফি ও সিম বাজারে আগাম উঠে গেছে।

কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশে বিভিন্ন অঞ্চলের সবজির ক্ষেত ডুবে গেছে। বুধবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরার মাধবকাঠি থেকে ডুবে যাওয়া ক্ষেতের ছবি তুলে পাঠিয়েছেন ফটো করেসপন্ডেন্ট মেহরাব নাঈম।

এ সম্পর্কিত আরও খবর