‘ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো’

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 00:49:05

প্রকৃতিতে বিচরণ করা বর্ণবৈচিত্র্যময় কীট প্রজাপতি। রঙে রঙিন প্রজাপতি দেখলে সৌন্দর্যপিপাসু মনে দোলা লাগে। প্রজাপতির রঙিন পাখা ক্লান্তি ও অবসাদ করে প্রশান্তি বুলিয়ে দেয়। অজান্তেই গুণগুণ করে ওঠে মন, মনে পড়ে লতা মঙ্গেশকারের জনপ্রিয় ‘ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো/ আমার এই মনের আঁধার কোনে কোনে/রঙে রঙে রং মশাল জ্বালো’; বা কবি নজরুলের ‘প্রজাপতি, প্রজাপতি, কোথায় ভাই পেলে এমনও রঙিন পাখা।’- এমন অনেক গান ও কবিতা।

প্রজাপতি লেপিডোপ্টেরা বর্গের অন্তর্গত এক ধরনের কীট। এদের শরীর উজ্জ্বল রঙের এবং এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এদের মাথায় প্রায় গোলাকার পুঞ্জাক্ষী রয়েছে। এরা ফুলে ফুলে ঘুরে মানুষের মন রাঙিয়ে তোলে।

সাতক্ষীরার সদর থেকে চোখ জুড়ানো প্রজাপতিটি ক্যামেরা বন্দী করেছেন নাইম মেহেরাব।

সূত্রমতে, পৃথিবীতে ১৫ থেকে ২০ হাজার প্রজাতির রয়েছে। বিজ্ঞানীদের ধারণা বাংলাদেশে ৫০০ থেকে ৫৫০টি প্রজাতি থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, বর্তমানে দেশে ৩৮৩ প্রজাতির প্রজাপতি শনাক্ত করা গেছে। তবে কিছুদিন পরপরই নতুন প্রজাতি দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর