আরমিন মুসার দশ বছর

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-12 20:17:56

প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দীনের বংশধর সংগীতশিল্পী আরমিন মুসা।

তার নানা মুস্তাফা জামান আব্বাসী।

মা নজরুলসংগীত শিল্পী ড. নাশিদ কামাল।

 

২০০৮ সালে মুক্তি পায় আরমিন মুসার প্রথম অ্যালবাম, 'আয় ঘুম ভাঙ্গায়'।

এখন ২০১৮।


পেশাদার সংগীতজীবনের দশ বছর হলো আরমিন মুসার।


এই উপলক্ষ উদযাপনের জন্য জমজমাট অনুষ্ঠানের আয়োজন করছেন তিনি।

আগামী ১৭ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০.৩০টা পর্যন্ত; বনানীর ‘যাত্রা বিরতি’তে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইভেন্টের মাধ্যমে সেটি জানিয়েও দেওয়া হয়েছে বিস্তারিত।

 

অনুষ্ঠানে আরমিন মুসা তার পুরো ব্যান্ড নিয়ে পারফর্ম করবেন।


ঠোঁটে ঠোঁট মিলিয়ে গাওয়া হবে তার প্রকাশিত তিনটি অ্যালবামের জনপ্রিয় গানগুলো।


আপকামিং অ্যালবাম থেকেও শোনা যাবে গান।

থাকবে ভিডিও প্রোমো সহ আরও অনেক কিছু।

 

আরমিন মুসা ক’দিন আগেই প্রকাশ করলেন নতুন এক গান, ‘অনেক দিন পর’।


গত ২২ জুলাই রবিবার গানটি ‘বঙ্গবিডি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

‘অনেক দিন পর’ বেশ সাড়া জাগাচ্ছে শ্রোতামহলে।

 

আরমিন মুসা আগেই বলেছিলেন-

আমার নতুন কাজটি নিয়ে আমি বেশ এক্সাইটেড। প্রায় বছর খানেক পর নিজের মতো একটা কাজ করলাম। আশা করি, আমার ভক্তরা গানটি পছন্দ করবেন।

গানটির ভিডিওর চিত্রায়ন হয়েছে তার নানু বাড়িতে, পুরান ঢাকায়।

 

‘অনেক দিন পর’-এর কথা লিখেছেন রাজিব আশরাফ।


সুরারোপ ও সংগীতায়োজনে আরমিন নিজেই।


আরও পড়ুনঃ

‘গর্বিত বাংলাদেশী’ কবে হচ্ছে?

টুম্পার ‘দুঃখবন্ধু’ কবির বকুল?

মিডিয়ার কাজে নিষেধাজ্ঞা নেই শ্বশুরবাড়ি থেকে

পাঁচ বছর পর একসঙ্গে

রাশিয়ায় কেন তারা?

এ সম্পর্কিত আরও খবর