Alexa

পাঁচ বছর পর একসঙ্গে

পাঁচ বছর পর একসঙ্গে

যেন প্রেম ফিরে এসেছে।

সুন্দরী অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সৃজিতের এমন ছবি এবং ক্যাপশন তাই-ই বলে।


পাঁচ বছর পর একসঙ্গে হলেন তারা।


ঘটনা হচ্ছে,

সৃজিত মুখোপাধ্যায়ের এখন পর্যন্ত সর্বশেষ ছবি ‘উমা’ মুক্তি পেয়েছে ক’দিন আগেই।

এখনই আবার কাজ শুরু করে ফেলেছেন তিনি।

নতুন ছবি ‘শাহজাহান রিজেন্সি’।

শুটিং চলছে এর।

‘শাহজাহান রিজেন্সি’র মাধ্যমেই স্বস্তিকা ফিরেছেন সৃজিতের ছবিতে, পাঁচ বছর পর।

/uploads/files/uodjs4tCmqGL4wh3p3Fw7wFl8LB0mLJGlMOhKszK.jpeg

একই ছবিতে আছেন পরমব্রত, কাঞ্চন মল্লিক, আবির, অনির্বাণ, অঞ্জন, মমতা, ঋতুপর্ণা, রুদ্রনীল, বাবুল, সুজয়প্রসাদ, ঋত্বিকা সহ দারুণ সব অভিনেতা।


স্বস্তিকার চরিত্রটিতে সৃজিত অবশ্য আগে জয়া আহসানকেই ভেবেছিলেন।


‘শাহজাহান রিজেন্সি’র শুটিং হচ্ছে রবীন্দ্রসদন চত্বরে একটি পাঁচতারা হোটেলে।

এখানেই ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হবে।

আরও পড়ুনঃ

মায়ের সঙ্গে লগ্নজিতা

রাশিয়ায় কেন তারা?

মেহরীনের জোড়া কনসার্ট

উত্তম কুমারের তিন প্রিয়

আপনার মতামত লিখুন :