বাবাকে নিয়ে রুনা লায়লার সঙ্গে দেখা করেছিলেন শ্রীলেখা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:13:13

তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী হলেও বাংলাদেশেই ছিল তার শিকড়। তবে দেশ ভাগের পর অগণিত বাঙালির মত তাদের পরিবারও এপার থেকে চলে যায় ওপার বাঙলায়। কথা হচ্ছে- শ্রীলেখা মিত্রকে নিয়ে।

সম্প্রতি, বাবাকে হারিয়েছেন টলিপাড়ার এই অভিনেত্রী। তবে এখনও যেন বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। অন্তত তার ফেসবুক পেজ দেখলেই বোঝা যাবে সেকথা।

রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। সেখানেই সম্প্রতি বাবার সঙ্গে কাটানো এক দারুণ সুন্দর স্মৃতি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তাদের একসঙ্গে বাংলাদেশ ভ্রমণের স্মৃতি।

ফেসবুকে করা সেই পোস্টে শ্রীলেখা লিখেছেন, “মাদারিপুর ঘটমাঝি গ্রামে জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পুজো, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান… অগণিত মানুষের মতো দেশভাগের শিকার আমারাও…।” ছোটপর্দার এক রিয়েলিটি শো-তে ঠিক এই কথাগুলোই একবার বলেছিলেন অভিনেত্রী। সেকথা কানে যায় বাংলাদেশের দুই স্বনামধন্য তারকা অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লার। দেরি না করে তারা আমন্ত্রণ জানান শ্রীলেখা ও তার বাবাকে। আমন্ত্রণ গ্রহণ করেছিলেন শ্রীলেখা ও তার বাবা। অভিনেত্রীর কথায়, ‘২০১৭ সালে শিকড়ের টানে বাপ-বেটি মিলে চলে গেলাম দেশের বাড়ির খোঁজে।’

এরপর সেলেব জুটি রুনা লায়লা ও আলমগীরের বাড়িতে অভাবনীয় যত্নআত্তি পেয়ে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন শ্রীলেখা। সেই আপ্যায়ন পাওয়ার কথা নিজেই এই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি।

শুধু তাই নয়, আলমগীরের সহায়তায় খুঁজে বের করেছিলেন ফেলে আসা ভিটেমাটিও। দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হয়েছিলেন শ্রীলেখার বাবার। বাবা নেই কিন্তু বাবার সঙ্গে কাটানো এই স্মৃতিটুকুই আজ শ্রীলেখা মিত্রের কাছে সান্ত্বনা, তৃপ্তি।

এ সম্পর্কিত আরও খবর