মনে আছে ছোট্ট সেই মুন্নিকে?

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 18:59:20

কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই ছোট্ট মুন্নিকে (হার্ষালি মালহোত্রা) মনে আছে? ছবিতে যার নির্বাক অভিনয় ও সালমানের সঙ্গে তার স্নেহআর্দ্রময় সম্পর্ক মুগ্ধ করেছিলো দর্শককে।

হার্ষালি মালহোত্রা

‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের সময় হার্ষালি মালহোত্রার বয়স ছিলো মাত্র সাত বছর। ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে ওই বয়সেই সেরা ডেবিউ ফিমেল অ্যাওয়ার্ড পায় হার্ষালি।

সম্প্রতি দিওয়ালি উদযাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে হার্ষালি মালহোত্রা। যেখানে পর্দার মুন্নিকে দেখে অনেকেই তাক লেগে গেছে। কারণ সেই ছোট্ট মুন্নি গত পাঁচ বছরে অনেকটা বড় হয়ে গিয়েছে। সে এখন রীতিমতো কিশোরী।

ভাই ফোঁটা দিচ্ছেন হার্ষালি মালহোত্রা

হার্ষালি মেহতার শেয়ার করা ছবিগুলোতে কোথাও তাকে রঙ্গোলির পাশে বসে ছবির তোলার জন্য পোজ দিতে দেখা গিয়েছে, কোথাও প্রদীপ হাতে আবার কোথাও বা তাকে ‘ভাই দুজ’-এর ফোঁটা দিতে দেখা গিয়েছে দাদাকে।

‘বজরঙ্গি ভাইজান’-এর পর হার্ষালি মালহোত্রাকে দেখা গেছে টেলিভিশন সিরিজ ‘কবুল হ্যায়’ এবং ‘লট আও তৃষা’-তে।

এ সম্পর্কিত আরও খবর