হ্যালোইনের সাজে তারা

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:03:42

আমেরিকায় প্রতি বছরের ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব পালন করা হয়। হ্যালোইনের দিনটি সম্পর্কে লোকজ ধারণা হচ্ছে, মৃতদের আত্মা পৃথিবীতে ভূত হয়ে ফিরে আসে। সেই আত্মাদের স্মরণেই পালিত হয় এ উৎসব। ‘হ্যালোইন’ শব্দের পূর্ণ রূপ ‘হ্যালো’জ ইভিনিং’ বা ‘হ্যালোড ইভিনিং’, যা অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। শব্দটি এসেছে স্কটিশ ‘অল হ্যালো’জ ইভ’ থেকে। মধ্যযুগে শুরু হওয়া এ উৎসব এখনো চলমান।

স্বামী ও সন্তানের সঙ্গে হ্যালোইনের সাজে সোহা আলি খান

হ্যালোইন উৎসগতভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব হলেও এখন সেটা সর্বজনীন রূপ নিয়েছে। তাইতো প্রতি বছরের এই দিনটিতে তাদের পাশাপাশি অদ্ভূত সব সাজে দেখা যায় বলিউড তারকাদেরও।

এ বছর হ্যালোইনে অদ্ভূত কোনো সাজে না সেজে একই ধরনের পোশাক পরেছিলেন সোহা আলি খান, কুনাল খেমু ও তাদের একমাত্র মেয়ে ইনায়া।

মেহের

অন্যদিকে, মেয়ে মেহেরকে সাজিয়েছিলেন হ্যারি পটারের ডাইনির সাজে।

হ্যালোইনের মেকআপ-এ ইরা খান

হ্যালোইনের সাজে সেজেছিলেন আমির খানের মেয়ে ইরা খান। অদ্ভুক মেকআপ করে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমিরকন্যা।

তৈমুর আলি খানের জন্য কারিনার হ্যালোইন উপহার

হ্যালোইন উৎসব উপলক্ষ্যে ছেলে তৈমুর আলি খানকে ভূতুড়ে বেলুন উপহার দিয়েছেন কারিনা কাপুর খান।

অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন

 

এ সম্পর্কিত আরও খবর