ময়মনসিংহের ১১টি আসনেই মহাজোটের মহাজয়

বিবিধ, নির্বাচন

উবায়দুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪ | 2023-08-25 22:19:45

একাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মহাজোটের প্রার্থীরা। এর মধ্যে নয়টি আওয়ামী লীগ ও দুটি আসন জাতীয় পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বেসরকারি ফলাফলে ময়মনসিংহ জেলার ১১টি আসনে বিজয়ীরা হলেন

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং (নৌকা) ২ লাখ ৫৮ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আফজাল এইচ খান (ধানের শীষ) পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আওয়ামী লীগ প্রার্থী শরীফ আহমেদ (নৌকা) ২ লাখ ৯১ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ শহীদ সারোয়ার (ধানের শীষ) পেয়েছেন ৬২ হাজার ২৩৩ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন আহামেদ (নৌকা) ১ লাখ ৫৯ হাজার ৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন (ধানের শীষ) পেয়েছেন ২৪,৫১৯ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোট প্রার্থী (লাঙল) বেগম রওশন এরশাদ ২ লাখ ৪৩ হাহার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫০ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাাগছা) আসনে আওয়ামী লীগ প্রার্থী কে এম খালিদ বাবু (নৌকা) ২ লাখ ৩২ হাজার ৫৬৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু (ধানের শীষ) পেয়েছেন ২২ হাজার ২০৩ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (নৌকা) ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ৩২ হাজার ৩৩২ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসেন আওয়ামী লীগ প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী (নৌকা) ২ লাখ ৪ হাজার ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন (ধানের শীষ) পেয়েছেন ৩৬ হাজার ৪০৮ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী (লাঙল) ফখরুল ইমাম ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যজোট প্রার্থী (গণফোরাম) অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ৬৩ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আবেদিন খান তুহিন (নৌকা) ২ লাখ ২৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খুররম খান চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৮৫৮ ভোট ।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): আওয়ামী লীগ প্রাথী ফাহমি গোলন্দাজ বাবেল (নৌকা) ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির এস এম মোরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ১৭৫ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু (নৌকা) ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রর্থী ফকরুদ্দিন আহমদ বাচ্চু (ধানের শীষ) পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ ভোট।

এ সম্পর্কিত আরও খবর