পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 10:00:19

পেঁয়াজ রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। সোমবার (২ মার্চ) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

আদেশে বলা হয়, ১৫ মার্চ থেকে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর করা হবে। এছাড়াও ন্যূনতম রফতানি মূল্য সংক্রান্ত যে শর্ত দেওয়া হয়েছিল তাও তুলে নেয়া হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো মূল্যে পেঁয়াজ রফতানি করতে পারবেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। এরপর পেঁয়াজের দাম লাগামহীন হয়। কেজিতে পেঁয়াজ সর্বোচ্চ ২৫০টাকা পর্যন্ত পৌঁছায়।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে মিয়ানমারের পেঁয়াজের প্রতি ঝুঁকে দেশি ব্যবসায়ীরা। এর ফলে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মিয়ানমার থেকে পেঁয়াজ এসেছে ১ লাখ ৬ হাজার ৮২৭ দশমিক ৯৪২ মেট্রিক টন। 

এ সম্পর্কিত আরও খবর