বিনিয়োগকারীদের ৬ হাজার কোটি টাকার পুঁজি হাওয়া

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:56:23

নতুন অর্থবছরের প্রথম সপ্তাহে দেশের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের ছয় হাজার কোটি টাকার পুঁজি হাওয়া হয়ে গেছে। বিদায়ী সপ্তাহে নতুন করে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে কমেছে বিনিয়োগকারীদের বাজার মূলধনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ব্যাংক হলিডে উপলক্ষে সোমবার (১ জুলাই) লেনদেন বন্ধ থাকায় (৩০ জুন- ৪ জুলাই) বিদায়ী সপ্তাহে তিনদিন পতন আর একদিন সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আর তাতে ডিএসইতে বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৪৭ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদনে হয়েছিল ২ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার ৩৫৬টাকা, যা শতাংশের হিসেবে ৮ দশমিক ৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

ফলে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের সপ্তাহের চেয়ে ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক গত সপ্তাহের চেয়ে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১০ পয়েন্ট এবং ১২ পয়েন্ট কমে ১ হাজার ২৩৩ পয়েন্ট দাঁড়িয়েছে।

এসবের কারণে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন ২ হাজার ৮৯৩ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৮৩৬ টাকা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫৭ লাখ ৮২ হাজার কোটি ১০ লাখ ৩৪৮ টাকায়।

একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত সপ্তাহের চেয়ে ১৭৩ কমে ১৬ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আলোচিত সপ্তাহে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৮৭৫ টাকা।

লেনদনে হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির। ফলে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৯১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর