উত্থানের দিনে লেনদেন কমেছে শেয়ারবাজারে

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-07 16:00:11

সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থান দেখেছে দেশের শেয়ারবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই আজ ঊর্ধ্বমুখী ছিল। দর বৃদ্ধির তুলনায় দরপতনের পাল্লা ভারি হলেও অপরিবর্তিত ছিল বেশিরভাগ শেয়ারের দাম। দিনশেষে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ২ দশমিক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও আজ ঊর্ধ্বমুখী ছিল। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' আজ ২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকেও যোগ হয়েছে ১ দশমিক ০৮ পয়েন্ট।

সব মূল্য সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। বৃহস্পতিবার এক্সচেঞ্জটিতে ৩১০ প্রতিষ্ঠানের ১২ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ১৩৪টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৫০ কোটি ২০ লাখ টাকা। গতকাল (বুধবার) ডিএসইতে ৫২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে প্রধান শেয়ারবাজারে লেনদেন কমেছে ৭৮ কোটি ৭৫ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬০টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ৯২টির। বিপরীতে মাত্র ৫৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসেও ডিএসইতে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একদিনে কোম্পানিটির ২৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের প্রতি। ফলে কোম্পানিটি এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। ডিএসইর তথ্য বলছে, আজ কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩৪ টাকা ৬০ পয়সায়।

সপ্তাহের শেষ কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে বস্ত্র খাতের ইভিন্স টেক্সটাইল লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। সর্বশেষ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকায়।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৬ দশমিক ৮৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটিতে ১৮৯ কোম্পানির ১০ কোটি ৫২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ৪৩টির, বেড়েছে ৪৬টির। বিপরীতে ১০০ কোম্পানির শেয়ারদর বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর