৫২ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত, কমেছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-05 16:08:16

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সপ্তাহের তৃতীয় কার্য দিবস পার করেছে দেশের শেয়ার বাজার। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে এ দিন ৫২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। শেয়ার দর বৃদ্ধির তুলনায় দরপতনের পাল্লাই ছিল ভারি। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৩ দশমিক ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান নিয়েছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' আজ ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। তবে অপর সূচক 'ডিএস ৩০' দশমিক ৬৫ পয়েন্ট হারিয়েছে।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ার দিনে ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩২৪ প্রতিষ্ঠানের ১৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৬৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৬০ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৩১ কোটি ৭৮ লাখ টাকা কম। গতকাল (সোমবার) এক্সচেঞ্জটিমে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টির শেয়ার দরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৯৪টির। বিপরীতে মাত্র ৬০ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একদিনে কোম্পানিটির ২৫ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ১ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ৩১৭টি শেয়ার হাতবদল হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি। ফলে ফান্ডটি আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে। একদিনে মিউচুয়াল ফান্ডটির ইউনিটদর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ১১ দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটিতে ১৮০ কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ৩৯টির, বেড়েছে ৪৯টির। বিপরীতে ৯২ কোম্পানির শেয়ার দর সোমবার অপরিবর্তিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর