স্ত্রী-সন্তানকে বিপুল পরিমাণ শেয়ার উপহার দিলেন এনসিসি ব্যাংকের দুই উদ্যোক্তা-পরিচালক

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-09 11:48:42

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের দুইজন উদ্যোক্তা তাদের স্ত্রী-সন্তানকে বিপুল পরিমাণ শেয়ার উপহার দিয়েছেন। বর্তমান বাজারমূল্য অনুযায়ী উপহার দেওয়া এসব শেয়ারের দাম প্রায় সাড়ে ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম.এ কাশেম তার স্ত্রী মনিরা বেগম মুন্নিকে ব্যাংকটির ১ লাখ শেয়ার উপহার দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্প্রতি তাদের শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে।

এছাড়াও এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার তার ছেলে মোরশেদুল আলম চাকলাদারকে ৭০ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। তাদের শেয়ার হস্তান্তর প্রক্রিয়াও ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জে এনসিসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ হিসাবে স্ত্রী-সন্তানকে দুই উদ্যোক্তা-পরিচালকের উপহার দেওয়া শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০ কোটি ৪৮ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর