পুঁজিবাজারে লেনদেন কমেছে দেড়শ কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-01 17:40:09

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে দেড় শ’ কোটি টাকার বেশি। লেনদেনে অংশ নেয়া ৫৪ শতাংশ কোম্পানির দর ছিল অপরিবর্তিত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৬১ লাখ টাকা।

লেনদেন কমার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ দশমিক ৯২ পয়েন্ট হারিয়েছে। দিন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ এদিন ২ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ আজ দশমিক ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বুধবার ডিএসইতে ৩০৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতদল হয়েছে। এর মধ্যে ১৬৭ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৯২ প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে মাত্র ৫০ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। আজ কোম্পানিটির ১১ লাখ ৭৮ হাজার ৫৪৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ২৩ কোটি ৭৮ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা মনোস্পূল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের আজ ২০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৮ কোটি ৮৬ লাখ টাকা।

এদিকে বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। গতকাল শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ১০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এ শেয়ারের দর স্থির হয় ৩১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ একদিনে ফার কেমিক্যালের শেয়ারদর ২০ টাকা ৭০ পয়সা বা ১৯৫ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারদর আজ ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা মনোস্পূল পেপারের শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার ডিএসইতে দরপতনের শীর্ষস্থান দখলে নিয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। একদিনে ফান্ডটির ইউনিটদর ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে। দেশবন্ধু পলিমার লিমিটেড আজ ৫ দশমিক ০২ শতাংশ শেয়ারদর হারিয়ে দরপতনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এ তালিকার তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে ডিএসইতে পতন হলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকই বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক সূচক ‘সিএএসপিআই’ আজ ৬ দশমিক ৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনভর সিএসইতে ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৬ কোম্পানির মধ্যে ৫৬টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৩৩টির। বিপরীতে ৪৭ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

এ সম্পর্কিত আরও খবর