নির্বাচন এবং...

বিবিধ, যুক্তিতর্ক

আহসান হাবীব | 2023-08-23 14:42:37

দেখতে দেখতে পাঁচ বছর চলে গেল। ফের নির্বাচন আসছে! এই নিয়ে দুই তরুণ কথা বলছিল এক ব্যক্তিগত আড্ডায়। একজন বলল-

-আমার আর চিন্তা কি? যে দলই ক্ষমতায় আসুক, নো প্রবলেম।
-কেন? নো প্রবলেম কেন?
-আরে তাও বুঝলি না আমাদের ফ্যামিলিতে সব দলই আছে। যেমন ধর- আমার বাবা করে আওয়ামী লীগ, মা বিএনপি আর দাদা জাতীয় পার্টি।
-বাহ ভালোতো।
-আচ্ছা তোদের কি অবস্থা?
- আর আমার অবস্থা। দ্বিতীয় বন্ধু দীর্ঘশ্বাস ফেলে।
-কেন? তোরা কোনো পার্টি করিস না?
-আর পার্টি..., আমার বাবা মা দাদা চাচা সব অজ্ঞান পার্টির কবলে পরে গত তিন দিন ধরে হাসপাতালে পরে আছে!

যেহেতু নির্বাচন আসছে অনেক নতুন ভোটারও তৈরি হয়েছে। সাথে নতুন স্মার্ট কার্ড (স্মার্ট ফোনের কথা নাইবা বললাম)। স্মার্ট কার্ড নিয়ে ভোট দিতে যাবে তারা। আবার অনেক নব্য তরুণও রাজনীতিতে নেমেছে। তারাও বেশ আশাবাদী। এ রকম একজন নব্য তরুণকে বলতে শুনলাম-

-আমি সবসময় সুস্থ্য পরিচ্ছন্ন সৎ রাজনীতি করব।
-দারুন! আরেকজন বলে পাশ থেকে, ও এই লাইনে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। উন্নতি করবেন আপনি।
-এবার নিশ্চয়ই আমরা এ্যালিয়েনও দেখতে পাব। আরেকজন মন্তব্য করে আরেক পাশ থেকে।
-মানে? এর মধ্যে আবার এ্যালিয়েন কেন? রাজনীতির মধ্যে এ্যালিয়েন কেন?
-বাহ জান না? পৃথিবীতে এখন পর্যন্ত এ্যালিয়েন আর সৎ রাজনীতিক নাকি দেখাই যায়নি।

এসবই রাজনীতি নিয়ে ঠাট্টার কথা-বার্তা। পৃথিবীতে যত জোকস কার্টুন স্যাটায়ার আর ল্যাম্পুন হয়েছে তার ৮০% রাজনীতি নিয়ে। এ কারণেই কিনা কে জানে। ভারতের এক প্রধানমন্ত্রী নাকি নির্বাচনে যাওয়ার আগে গত ৫ বছরে তার সব কার্টুন (তাকে নিয়ে যত পলিটিক্যাল কার্টুন প্রকাশিত হয়েছে) নিয়ে বসতেন। ওখান থেকে তিনি ধারণা নিতেন (বা শিক্ষা নিতেন) পরের নির্বাচনে তিনি আদৌ প্রার্থী হবেন কি হবেন না...টু বি অর নট টু বি।

রাজনীতির যেমন শেষ কথা বলে কিছু নেই। সেরকম রাজনীতি নির্বাচন এসব নিয়ে আয়রনি টাইপ লেখারও শেষ পরিণতি বলে যেন কিছু নেই। রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো শেষ হইয়াও যেন হইল না শেষ। তবে একটা রাজনৈতিক জরিপ নিয়ে আলোচনা করা যেতে পারে।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশে একবার একটি রাজনৈতিক জরিপ চালানো হয়। যার বিষয় ছিল যথেষ্ট কাঠখোট্টা টাইপ। যেমন সার্বিক রাষ্ট্র শাসনের ব্যর্থতার কারণেই বহির্বিশ্বের কোনো কোনো দেশে খাদ্যের অভাব হয়ে থাকে। এর সমাধান কি উপায়ে হতে পারে, এর ওপর আপনার স্বাধীন মতামতটি দয়া করে সততার সাথে দিন।

কিন্তু ট্রাজেডি হচ্ছে বিশ্বব্যাপী করা এই জরিপটি দারুণভাবে ব্যর্থ হয়। কারণ হচ্ছে-

আফ্রিকার কেউ ‘খাদ্য’ বুঝতে পারেনি। পশ্চিম ইউরোপের কেউ ‘স্বাধীন মতামত’ বুঝতে পারেনি! উত্তর আমেরিকার কেউ ‘দয়া করে’ বুঝতে পারেনি! এশিয়ার কেউ ‘সততার সঙ্গে’ বাক্যটি বুঝতে পারেনি! এবং যুক্তরাষ্ট্রের কেউ ‘বহির্বিশ্বের’ মানে বুঝতে পারেনি!

যাহোক রাজনীতিবিদরা সবাই ভালো থাকুন। শেষ বয়সে তাদের এ্যানিমিয়ায় ভুগতে হয়... কারণ প্রিভিয়াস লাইফে তাদেরকে প্রায়ই পিচঢালা রাজপথে বুকের রক্ত ঢেলে দিতে হয়!

লেখক: কার্টুনিস্ট ও রম্যলেখক

এ সম্পর্কিত আরও খবর