১০ পদে নিয়োগ দিবে ইবি

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:23:05

৮টি অফিসের প্রধানসহ মোট ১০টি পদে স্থায়ী নিয়োগ দিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তা২৪.কমকে নিয়োগের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রকসহ মোট ৮টি প্রধান পদ দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম চলে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব পদে স্থায়ী নিয়োগের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ ৮টি প্রধান পদ ছাড়াও বিশ্ববিদ্যালয়য়ের শাখা কর্মকর্তা/অফিস ম্যানেজার ও আইকিউএসি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়োগসহ মোট ১০টি পদের নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিকল্পনা ও হিসাব শাখার পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, প্রধান প্রকৌশলী, গ্রন্থাগারিক, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক, প্রধান মেডিকেল অফিসার, শাখা কর্মকর্তা/অফিস ম্যানেজার ও আইকিউএসি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা।

এসব পদগুলোর প্রত্যেকটিতে একজন করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বেতন-ভাতাদি প্রদান করা হবে।

উল্লেখ্য, নিয়োগের জন্য আবেদন ফরম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর