৫ম দিনে আন্দোলন, বিকালে শিক্ষার্থীদের সঙ্গে ভিসির বৈঠক

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 15:34:04

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসবেন অধ্যাপক সাইফুল ইসলাম। বিকাল ৫ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বুয়েটের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর কিছু সময় পরে সংবাদ সম্মেলন করে ভিসির সাথে মিটিংয়ের বিষয় নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসতে চেয়েছিলেন ভিসি। তবে শর্ত দেন মিটিং এর সময় কোন গণমাধ্যমকর্মী থাকতে পারবে না। এতে রাজি হয়নি শিক্ষার্থীরা। যার কারণে বৃহস্পতিবার মিটিং হয়নি। তবে আজ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভিসি ও শিক্ষার্থীরা মিটিং করবেন।

এদিকে আবরার হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে পঞ্চমদিনের মতো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বুয়েটের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা।

আরও পড়ুন:  আবরার হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

বুয়েট ক্যাম্পাসে সন্দেহভাজন ঘোরাফেরা, আটক ১

বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আবরারকে পেটানোর কক্ষে চাপাতি ও স্ট্যাম্প

 

এ সম্পর্কিত আরও খবর