র‍্যাগিং বন্ধে জাবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:05:38

'চল যাই যুদ্ধে, র‍্যাগিং এর বিরুদ্ধে' এই স্লোগানকে ধারণ করে র‍্যাগিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের 'অমর একুশে'র পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী খায়রুল কবির নবেল বলেন, 'অনেক সময় আমরা ভ্রাতৃত্ববোধ দেখাতে গিয়ে অতিরিক্ত করে ফেলি। আমরা আমাদের বিভাগে র‍্যাগিং এর শিকার হয়নি এবং জুনিয়রদের ও সেটার সম্মুখীন করায়নি। আমরা চাই যে আমাদের জুনিয়ররাও এরকম কাজ থেকে বিরত থাকবে। র‍্যাগিং এবং শাসন এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে।'

এছাড়াও বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী অপরাজিতা মিত্র বলেন, 'বিশ্ববিদ্যালয়ে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সে স্বপ্নটাকে বাস্তবায়ন করার ব্যবস্থা রাখা হচ্ছে না। অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে র‍্যাগিং এর কারণে। আমরা চাই না ভবিষ্যতে আর কোন শিক্ষার্থী র‍্যাগিং এর কারণে তার স্বপ্ন থেকে দূরে সরে যাক।'

কর্মসূচির বিষয়ে লোকপ্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জেবউননেছা বার্তা২৪.কম-কে বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ নেতৃত্ব তৈরি করে। র‌্যাগিং এর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগকে বিশেষ করে ৪৭ তম আবর্তনের শিক্ষার্থীদের এ প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমরা চাই বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে সুন্দর সম্পর্ক বজায় থাকুক। কিন্তু সেটা কোন ভাবেই হেনস্তার মাধ্যমে নয়।'

এ সম্পর্কিত আরও খবর