তীব্র তাপদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-04-22 17:43:05

প্রচণ্ড তাপদাহের কারণে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

রবিবার (২১ এপ্রিল) রাতে ৮০তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকল ক্লাস রুটিন মোতাবেক অনলাইনে নেওয়া হবে। তবে সেমিস্টার ফাইনালের পরীক্ষা চলমান থাকবে। এই পরীক্ষাসমূহ শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২ মে পর্যন্ত সকল মিডটার্ম ও ক্লাস টেস্ট স্থগিত থাকবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা অর্ধেক চলমান থাকবে।

প্রসঙ্গত, সারাদেশে প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গত ২০ এপ্রিল সাত দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর