চবিতে চলছে বার্ষিক ক্রীড়া উৎসব

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-31 12:39:23

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন হয় সোহরাওয়ার্দী হলের ক্রীড়া প্রতিযোগিতা। এর আগে ২৮ জানুয়ারি আলাওল হল ও ২৯ জানুয়ারি এ এফ রহমান হল ও ৩০ জানুয়ারি শাহজালাল হলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড .মোহাম্মদ মাহবুবুল হক। স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনিসুল আলম।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সময় বলেন, 'আমাদের খেলোয়াড়দের মধ্যে বর্তমানে একটা জীর্ণশীর্ণ ভাব দেখা যাচ্ছে। সামনের দিনে আমি আশা করব আমাদের খেলোয়াড়েরা দৃপ্তপায়ে পুরো মাঠ প্রদক্ষিণ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন আছে, বিশেষ করে খেলোয়াড়দের নিয়ে । এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বজয়ের রেকোর্ডও আছে। তোমাদের নিয়েই আমাদের এত আয়োজন। সুস্থ দেহে সুস্থ মনে পড়ালেখা আরো ভালো হয়। তোমরা নিজেদের উদ্যোগে খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখবে। আমি সবার মঙ্গল কামনা করছি। একই সাথে যে ব্যক্তির নামে এই হল তথা সোহরাওয়ার্দীর মর্যাদা রাখবে।' 

হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, 'শিক্ষার পাশাপাশি সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের খেলাধুলায় যথেষ্ট সুনাম আছে। আমি আশা করি অতীতের ন্যায় এবারও তোমরা সম্মান ধরে রাখবে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।'

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন পর্ষদের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর