নির্ধারিত সময়ের আগেই ছাড়ছে লঞ্চ

পটুয়াখালী, দেশের খবর

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-26 03:54:21

ঈদের ছুটি শেষ হওয়ায় পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) এবং শনিবার (১৭ আগস্ট) লঞ্চগুলোতে যাত্রীদের সব থেকে বেশি চাপ ছিল। যাত্রীদের বেশি চাপ থাকায় নির্ধারিত সময়ের আগেই লঞ্চগুলো ছেড়ে যেতে দেখা যায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পটুয়াখালী নদীবন্দরে শনিবার বেলা বারোটা থেকে লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করেছে। লঞ্চঘাট থেকে এম ভি প্রিন্স অব রাসেল, এম ভি কাজল ৭, এমভি জামাল ৫,  এমভি কুয়াকাটা ১, এমভি সুন্দরবন ৮সহ মোট সাতটি লঞ্চ ছেড়ে যায়। বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে বেশ কয়েকটি অতিরিক্ত লঞ্চ এর ব্যবস্থা করা হয়েছে।

 

এদিকে লঞ্চগুলোর ডেক, কেবিনের করিডোর, লঞ্চের ছাদ থেকে শুরু করে সর্বোত্র যাত্রীদের উপস্থিতি দেখা গেছে।

বছরের অন্য সময় গুলোতে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লঞ্চগুলো ছেড়ে গেলেও ঈদের ছুটির পর থেকে বেলা বারোটার পর লঞ্চগুলো পটুয়াখালী নদী বন্দর ত্যাগ করেছে।

আগামী দুই থেকে তিনদিন এমন পরিস্থিতি চলবে বলেও জানান পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান।

ছুটি শেষে ঢাকায় যাওয়া মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চঘাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লঞ্চঘাটে পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন,

ঢাকায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো ফিরছে বিলম্বে

আজও ঢাকায় ফিরছে মানুষ, ভোগান্তি ট্রেনে

এ সম্পর্কিত আরও খবর