
যে জীবন নদীর, যে যাপন মানুষের। নদীর তলদেশ থেকে তারা তুলে আনেন পাথর। মানুষ আর নদীর এক যেন অলিখিত উপন্যাস। দুটো মানচিত্রের মাঝখানে অনিকেত প্রান্তরে মানুষ আর নদীর গল্পটা এক হয়ে ওঠে। দৃশ্যায়ন হয় জীবন ও প্রকৃতির এক অন্যরকম এক দৃষ্টি কোণের।
যে জীবন নদীর, যে যাপন মানুষের। নদীর তলদেশ থেকে তারা তুলে আনেন পাথর। মানুষ আর নদীর এক যেন অলিখিত উপন্যাস। দুটো মানচিত্রের মাঝখানে অনিকেত প্রান্তরে মানুষ আর নদীর গল্পটা এক হয়ে ওঠে। দৃশ্যায়ন হয় জীবন ও প্রকৃতির এক অন্যরকম এক দৃষ্টি কোণের।