
জীবনকে জয়ী করতে আমাদের কত শত প্রয়াস, যা ক্রমশই প্রকৃতিবিরোধী। জীবনযুদ্ধের হাজারো সৈনিকের ভিড়ে হয়তো হারিয়েই যাচ্ছেন সবুজ তজু। না, তিনি প্রকৃতি ভক্ষকদের দলে নন। তিনি সনাতন পদ্ধতিতে লালন করছেন প্রকৃতির মায়াঘেরা দারুশিল্পকে। তিনি যেন প্রকৃতিরই রূপকার। জীবন ও প্রকৃতির নিঃস্বার্থ মেলবন্ধন যেন উনারই শিল্পসাধনা।