বর্ণবাদ বিরোধী লড়াইয়ে মাইকেল জর্ডানের ১০০ মিলিয়ন পাউন্ড



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
বর্ণবাদ বিরোধী যুদ্ধে নামলেন মাইকেল জর্ডান

বর্ণবাদ বিরোধী যুদ্ধে নামলেন মাইকেল জর্ডান

  • Font increase
  • Font Decrease

বর্ণবাদের বিরুদ্ধে পরিষ্কার নিজের অবস্থান জানিয়েছিলেন বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডান। মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ করে জর্ডান বলেছিলেন- ‘যথেষ্ট হয়েছে, আর না। ভীষণ কষ্ট হচ্ছে। সবার কষ্ট আমি অনুভব করতে পারছি। বন্ধ কর বর্ণবাদ।’ আর এবার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক সুরক্ষা ও বিচার নিশ্চিত করার জন্য বিপুল অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন এই তারকা। বর্ণবাদ ও সামাজিক সমতা রক্ষায় যেসব গ্রুপ লড়াইয়ে নেমেছে তাদেরকে ১০০ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ণবাদ বিরোধী ‘যুদ্ধে’ নামা বিভিন্ন গ্রুপের মাঝে সামনের দশ বছর তার জর্ডান ব্র্যান্ড এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আমেরিকার বাস্কেটবল লিজেন্ড।

গত ২৫ মে মিনিয়াপোলিসে গ্রেফতারের সময় জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু চাপা দিয়ে পুলিশ তাকে হত্যা করে। গলার ওপর থেকে হাঁটু সরানোর জন্য জর্জ বারবার অনুনয় বিনয় করা স্বত্ত্বেও পুলিশ তার অনুরোধ শোনেনি। প্রায় ৯ মিনিটের মতো তার গলায় পুলিশ হাঁটু চাপা দিয়ে রাখে। সেই অবস্থায় শ্বাসরোধ হয়ে জর্জ মারা যান।

প্রকাশ্যে রাস্তায় পুলিশের এমন হত্যাকান্ডের পর পুরো আমেরিকা জুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড়। কারফিউ দিয়েও সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে পারেনি পুলিশ। প্রতিদিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ক্ষোভ-প্রতিবাদ চলছে। ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ এই হ্যাসট্যাগে পুরো বিশ্বের বিবেকবান মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহমর্মিতা জানান।

বর্ণবাদ বিরোধী লড়াইয়ে আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়ে মাইকেল জর্ডান ব্র্যান্ডের সভাপতি ক্রেইগ উইলিয়ামস বলেন- ‘মাইকেল জর্ডান এবং তার জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে ১০ বছরের জন্য আমরা ১০০ মিলিয়ন পাউন্ড সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। সামাজিক সম্প্রদায়ের সকল শক্তি, সরকার এবং সুশীল সমাজের নেতাদের একত্রিত করে আমরা বর্ণবাদ বিরোধী লড়াইয়ে কাজ করে যাবার অঙ্গীকার করছি। কাজটা এমনভাবে করতে হবে যাতে এর সুফলটা দীর্ঘমেয়াদী হয়। কৃষ্ণাঙ্গদের জন্য সমাজে সত্যিকার অর্থে এখনো আমাদের অনেক কাজ করা বাকি আছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে।’

   

লিভারপুলের ড্র, জিতল বার্সা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুটো দলেরই পরিস্থিতিটা কাছাকাছি। লিগের আশা শেষ, ইউরোপীয় প্রতিযোগিতা থেকেও দল গেছে ছিটকে। সেই দুই দল লিভারপুল ও বার্সেলোনা নিজ নিজ লিগে গত রাতে মাঠে নেমেছে। তবে দুই দল মাঠ ছেড়েছে ভিন্ন দুই ফলাফল নিয়ে। লিভারপুল দুই গোলে এগিয়ে গিয়েও শেষমেশ ৩-৩  ড্র করেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ওদিকে বার্সেলোনা দাপুটে পারফর্ম্যান্সে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে ২–০ ব্যবধানে।
অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে লিভারপুলের শুরুটা হয় ভাগ্যগুণে পাওয়া এক গোল দিয়ে। ম্যাচের বয়স তখন মোটে ৬২ সেকেন্ড। হার্ভে এলিয়টের ক্রসটা হাতে নিলেও পুরোপুরি আয়ত্বে নিতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। বেরিয়ে যায় কবজা থেকে, সেটা ধরতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। লিভারপুল এগিয়ে যায় ১-০ গোলে। ১২তম মিনিটে ভিলার ইউরি তিয়েলেমান্সের গোলে সমতা ফেরে ম্যাচে। ২৩ মিনিটে আবার কোডি গ্যাকপোর গোলে লিভারপুল তাদের লিড ফিরে পায়। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জ্যারেল কানসাহর গোলে লিভারপুল ম্যাচটা ভিলার নাগালের আরও বাইরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল।
তবে শেষ মুহূর্তে এসে তাতে বাঁধ সাধেন স্বাগতিক খেলোয়াড় জন ডুরান। ৮৫ মিনিটে নিচু শটে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি। দুই মিনিট পর মুসা দিয়াবির শট তার গায়ে লেগে দিক বদলে গিয়ে জড়ায় লিভারপুলের জালে। তাতেই ৩-৩ ড্র আর একটা পয়েন্ট নিশ্চিত হয়ে গেছে দুই দলের।
ওদিকে বার্সা নিজেদের মাঠে শুরু থেকেই দাপট নিয়ে খেলেছে। ৩৯ মিনিটে রবার্ট লেভান্ডভস্কির বাড়ানো বল ধরে ইলকায় গুন্দোয়ান খুঁজে বের করেন লামিন ইয়ামালকে। শেষ কিছু দিন ধরে দারুণ ছন্দে থাকা ইয়ামাল দারুণ দক্ষতায় বল পাঠান জালে।
৮৮ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক হাতে লেগে যায় সোসিয়েদাদ ডিফেন্ডার আলভারো অদ্রিওজোলার। ভিএআর পরীক্ষার পর পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোলটা করেন রাফিনিয়া। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

;

বৃষ্টির ম্যাচে গুজরাটের বিদায়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগের দুই আসরে গ্রুপ পর্বের শীর্ষ দলটা ছিল গুজরাট টাইটান্স। তবে এবারের আসরে তারা তৃতীয় দল হিসেবে বিদায় নিয়েছে। শীর্ষস্থানের সম্ভাবনা বহু আগেই শেষ হয়ে গিয়েছিল, টিকে ছিল প্লে অফের আশা, তবে সেটা কাল শেষ হয়ে গেল বৃষ্টিতে। নিজেদের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটা। তাতে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ওদিকে কলকাতার শীর্ষ দুইও নিশ্চিত হয়ে গেছে কাল।
এই ম্যাচটা গুজরাটের শেষ ‘হোম’ ম্যাচ ছিল। এই ম্যাচে দলটার ক্যান্সার সচেতনতা বাড়াতে ল্যাভেন্ডার রঙা বিশেষ জার্সি পরে নামার কথা ছিল। শুভমান গিল তা নেমেওছিলেন। কিন্তু শেষমেশ এই জার্সি পরে আর খেলা হলো না। টসই যে হতে দিল না বৃষ্টি! শেষমেশ ল্যাপ অফ অনার যখন দিচ্ছিল গুজরাট, তখন জার্সিটা খুলে এক খুদে ভক্তের হাতে তুলে দেন শুভমান।
এই ম্যাচের পর আইপিএল থেকে বিদায় নেওয়া দলের কাতারে চলে এল শেষ ২০২২ সালের চ্যাম্পিয়ন ও গেল বারের রানার্স আপ গুজরাট। সেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস।
এদিকে ৯ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে কলকাতা আছে শীর্ষে। দুইয়ে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬, তাদের হাতে ম্যাচ আছে দুটো, তবে তাদেরও প্লে অফ নিশ্চিত হয়নি এখনও, বিদায়ের শঙ্কাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাদের। ফলে দুই, তিন আর চার এই তিনটা জায়গার জন্য লড়াই করছে ছয়টা দল। রাজস্থান, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।

;

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
৩য় টি-টোয়েন্টি
আয়ারল্যান্ড-পাকিস্তান
রাত ৮টা, টফি লাইভ

আইপিএল
দিল্লি ক্যাপিটালস-লখনৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-ম্যান সিটি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

লা লিগা
রিয়াল মাদ্রিদ-আলাভেস
রাত ১-৩০ মি., র‍্যাবিটহোল

;

বিশ্বকাপ থেকে যা প্রত্যাশা করেন জ্যোতি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ১০টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে টুর্নামেন্টের সময়সূচী। যেখানে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। গ্রুপে মোট ৫টি দল থাকলেও বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মুখিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে। তাছাড়া বিশ্বকাপ থেকে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এই গ্রুপে আয়োজক বাংলাদেশ ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী তিন ৩ অক্টোবর। যেখানে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড। তবে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি সবচেয়ে বেশি রোমাঞ্চিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হতে।

এর আগেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে এবার নতুন কিছুর প্রত্যাশা করছেন জ্যোতি। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ না হাওয়ায় সাবেক বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে খেলতেই বেশি আগ্রহী জ্যোতি।

কাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন এমন প্রশ্নে জ্যোতি ওয়েস্ট ইন্ডিজকে বেছে নিয়েছেন, ‘আমরা তাদের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলতে পারিনি। তাই তাদের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছি। আর তাছাড়া তাদের দলে অনেক ভালো টি-টোয়েন্টি ব্যাটার আছে। সে কারণেই আমি তাদের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছি।’

ঘরের মাঠে বিশ্বকাপ বলেই বাড়তি দর্শক সমর্থন প্রত্যাশা করছেন জ্যোতি। আর সেখানে যে ভালো করলে আগামীতেও নারীদের ম্যাচে দর্শক বাড়তে সেটা বুঝেন জ্যোতি। যা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে মিডিয়া কভারেজ অনেক। আর তাছাড়া আমরা যখন এত লোকের সামনে খেলব তখন আরও দর্শক বাড়বে। যা এই খেলাটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে। আর বিশ্বকাপ থেকে আমি এটাই চাই।’

;