গলফার অর্জুনের ছেঁড়া জুতার দাম ৩.৩ লাখ রুপি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ফের মানবতার ডাকে সাড়া দিলেন গলফার অর্জুন ভাটি, ছবি: সংগৃহীত

ফের মানবতার ডাকে সাড়া দিলেন গলফার অর্জুন ভাটি, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বয়সটা মাত্র ১৫ বছর। এই বয়সেই মহতী কাজ করে যাচ্ছেন গলফার অর্জুন ভাটি। শুরুতে নিজের ক্যারিয়ারের অর্জিত ১০২ ট্রফির সবকটি বিক্রি করে গড়েন ৪.৩০ লাখ রুপির তহবিল। যার পুরোটাই নিজের দেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ভারতীয় ক্রীড়াঙ্গনের মহানুভব ক্ষুদে এই তারকা।

নিজের অর্জনের সর্বস্ব বিক্রি করেও থামেননি বৃহত্তর নয়ডার ক্রীড়াবিদ অর্জুন। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে সহায়তার হাত বাড়িয়ে দিতে ফের এগিয়ে এলেন। অর্জুন এবার বিক্রি করলেন নিজের এক জোড়া ছেঁড়া জুতা। এই জুতা পড়ে ২০১৮ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে ছিলেন তিনি। সেটা বিক্রি করে যোগাড় করেছেন ৩.৩ লাখ রুপি।

এর আগে সব ট্রফি অর্জুন বিক্রি করে ছিলেন নিজের আত্মীয়-স্বজন ও মা-বাবার বন্ধুদের কাছে। এবার জুতাও তিনি বিক্রি করেছেন চাচা সম্পর্কের এক আত্মীয়ের কাছে। এবং পুরো অর্থটাই তিনি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।

   

ইতিহাস গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা ইউরোপা লিগের সেমির ফিরতি লেগের যোগ করা সময়ে পৌঁছেও রোমার বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল বায়ার লেভারকুসেন। অবশ্য দুই লেগ মিলিয়ে তখনও ৩-২ ব্যবধানে এগিয়ে জার্মান জায়ান্টরা। ফিরতি লেগে সেই ব্যবধানে হারলেও তাই ফাইনালে উঠে যেত জাবি আলোনসোর দল। তবে ভেঙে যেত লেভারকুসেনের অপরাজিত যাত্রা। সেটি হতে দিলেন না জোসিপ স্টানিসিচ। যোগ সময়ের একদম শেষ মুহূর্তে বদলি নামা এই ক্রোয়েট ডিফেন্ডারের গোলে ৪৯ ম্যাচে অপরাজিত থাকল জার্মান ক্লাবটি। 

ঘরের মাঠে ফিরতি লেগে ২-২ ব্যবধানের ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে ফাইনালে পৌঁছাল লেভারকুসেন। আগের লেগের রোমার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এদিকে আরেক সেমিতে ফেঞ্চ ক্লাব মার্শেইকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে আতালান্তা। 

ইতালিয়ান শীর্ষ লিগ সেরি আর এই ক্লাবের বিপক্ষেই আগামী ২৩ মে ইউরোপা লিগের শিরোপার লড়াইয়ে নামবে লেভারকুসেন। তার দুই দিন পরই ২৬ মে ডিএফবি-পোকাল যেটি জার্মান কাপ হিসেবেও পরিচিত, সেখানে কাইজারস্লাটার্নের বিপক্ষে ফাইনালে খেলবে তারা। এতে বুন্দেসলিগা শিরোপার পর সামনে আরও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা জাবি আলোনসোর দলটির। 

এদিকে গত সপ্তাহে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ ব্যবধানের বিশাল জয়ে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকে বেনফিকার ৫৯ বছর আগে গড়া রেকর্ড স্পর্শ করে লেভারকুজেন। ১৯৬৩ থেকে ১৯৬৫ পর্যন্ত টানা ৪৮ ম্যাচে অপরাজিত ছিল পর্তুগিজ ক্লাবটি। যা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। বেনফিকাকে ছাড়িয়ে তাই ৪৯ ম্যাচে অপরাজিত থেকে ইউরোপিয়ান ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত রেকর্ড এখন লেভারকুসেনের। 

বে অ্যারেনার গতরাতের ম্যাচে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেরসের জোড়া পেনাল্টির গোলের ম্যাচের ৬৬ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা। তবে ৮২তম মিনিটে এসে ইতালিয়ান ক্লাবটির ভুলে ব্যবধান কমায় লেভারকুসেন। সেখানে আত্মঘাতী গোল করে বসেন জানলুকা মানচিনি। পরে যোগ করা সময়ে ৯০+৭ মিনিটে স্টানিসিচের গোলে ফাইনাল নিশ্চিত করে অপরাজিত যাত্রার রেকর্ডের উদযাপনে মাতে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।  

;

অবশেষে ভিসা পেলেন আমির



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তিন সপ্তাহ দূরে। এর আগে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে গত ৭মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল। সেই সিরিজের প্রথম ম্যাচটি আজ (শুক্রবার), ডাবলিনে। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে আয়ারল্যান্ডে পাড়ি জমাতে পেয়েছিলেন না মোহাম্মদ আমির। দল সেখানে পৌঁছানোর দুই দিন পর গতকাল অবশেষে জটিলতা কাটিয়ে ভিসা পান পাকিস্তানের এই তারকা পেসার। 

ভিসা পাওয়ার পর গতকাল সম্ভাব্য প্রথম ফ্লাইটেই ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আমিরের। তবে সিরিজের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। 

গতকাল এক বিবৃতিতে আমিরের ভিসা পাওয়ার বিষয়টি জানায় পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। সেই বিবৃতিতে তারা জানায়, আমির আজ (বৃহস্পতিবার) আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন। তার ভিসার জটিলতার পর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পরে পুনরায় ইউরোপের দেশটির দূতাবাসে ভিসার জন্য কাগজপত্র পাঠান আমির। এরপরই নিশ্চিত হয় তার ভিসা। 

প্রথম দফায় আমিরের ভিসা না পাওয়ার পর পিসিবি জানিয়েছিল, দলের বাকি সদস্যের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন তিনি। তবে ঠিক কি কারণে সেবার ভিসা সম্পন্ন হয়নি তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। 

এর আগেও আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন আমির। ২০১৮ সালে আইরিশদের অভিষেক টেস্টে ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই দলে ছিলেন আমির।

;

পাঞ্জাবের বিদায়, সহজ জয়ে টিকে থাকল বেঙ্গালুরু 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুরুর আট ম্যাচের সাতটিতেই হেরে প্লে-অফের লড়াই থেকে প্রায় ছিটকেই গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে একের পর এক জয় তুলে শেষ চারে ক্ষীণ আশা ধরে রইল তারা। সবশেষ তিন ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ এবং হোম-অ্যাওয়ে দুইয়েই গুজরাট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয় পায় কোহলি-ডু প্লেসি। এবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নামার আগে সমীকরণটা ছিল এমন, জিতলে বেঁচে থাকবে প্লে-অফের সেই ক্ষীণ আশা এবং হারলেই বিদায়। পাঞ্জাবের জন্যও সমীকরণ ছিল ঠিক এমন। গতকালে এমন সমীকরণ নিয়ে নেমে গতকালের ম্যাচে ধর্মশালায় পাঞ্জাবকে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে বেঙ্গালুরু। 

এতেই ১২ ম্যাচের ৮টিতেই হেরে আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিল পাঞ্জাব। এদিকে সবশেষ চার ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেল বেঙ্গালুরু। ১২ ম্যাচে ৫ জয়ের তাদের পয়েন্ট ১০, আছে তালিকার সাতে। 

ধর্মশালায় গতকালের একমাত্র ম্যাচটিতে টসে জিতে আগে বোলিংয়ের সিধান্ত নেয় পাঞ্জাব। সেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। আইপিএল ইতিহাসে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

বিশাল এই লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন প্রাভসিমরান সিং। তবে আরেক ওপেনার জনি বেয়ারস্টোকে নিয়ে সেই চাপ সামলে ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন রাইলি রুশো। দ্বিতীয় উইকেটের জুটিতে স্রেফ ৩১ বলে আসে ৬৬ রান। সেখানে ১৬ বলে ২৭ রান করে ফেরেন বেয়ারস্টো। পরে নবম ওভারের শেষ বলে দলীয় ১০৭ রানের মাথায় ফেরেন রুশোও। এই প্রোটিয়া হার্ডহিটার ব্যাটার করেন দলীয় সর্বোচ্চ ২৭ বলে ৬১ রান। 

জয়ের পথ সেখান থেকেও ছিল বহুদূর। ৬৬ বলে প্রয়োজন ছিল ১৩৫ রান। তবে ফার্গুসন আর মোহাম্মদ সিরাজের পেস তোপে শশাঙ্ক সিং ছাড়া আর বাকি কেউই দাঁড়াতে পারেনি সেভাবে। দলীয় ১৫১ রানের মাথায় রান আউটে কাটা পড়ে শশাঙ্ক ফেরার পর তো বাকি সবাই ছিল যাওয়া-আসার মধ্যে। এতে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। সেখানে সর্বোচ্চ তিন উইকেট নেন সিরাজ। 

এর আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ব্যাটে চড়ে শুরুটা ভালো হলেও ৪৩ রানের মাথায় অধিনায়ক ডু প্লেসি ও উইল জ্যাকসের উইকেট হারায় বেঙ্গালুরু। তবে তৃতীয় উইকেটে রজত পাতিদারকে নিয়ে ৭৬ রানের সময় উপযোগী জুটি গড়েন কোহলি। স্রেফ ২৩ বলে ৫৫ রান করে পাতিদার ফিরলেও সেঞ্চুরি দিকে এগোতে থাকেন কোহলি। চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিনকে ফের গড়েন আরেক গুরুত্বপূর্ণ জুটি। 

দিকে কোহলি এগোচ্ছিল তার নবম আইপিএল সেঞ্চুরির দিকে। ব্যাট করেছিলেন ৯২ রানে, ইনিংসে বাকি তখনও ১৪ বল। তবে সেখানে আর্শদীপ সিংয়ের একটি বল মিড-অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ভাঙে তার সেঞ্চুরির স্বপ্ন। ৪৭ বলে ৭ চার ও ৬ ছক্কায় তার ব্যক্তিগত স্কোরবোর্ডে থামে সেই ৯২ রানের। এতে ভাঙে চতুর্থ উইকেটে দিনের সর্বোচ্চ ৯০ রানের জুটি। পড়ে গ্রিনের ৪৬ এবং দীনেশ কার্তিকের ১৮ রানের ক্যামিওতে ২৪১ রানের বড় সংগ্রহে পৌঁছায় বেঙ্গালুরু। 

সেঞ্চুরিটা না পেলেও এদিন ম্যাচসেরার খেতাব জেতেন কোহলি। ১২ ম্যাচে ৭০ এর বেশি ব্যাটিং গড়ে ৬৩৪ রান করে আসরে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলেই রাখলেন তিনি।  এদিকে প্লে-অফের স্বপ্ন জিইয়ে রাখতে পরের দুই ম্যাচে জয় চাই তার দল বেঙ্গালুরুর।   

;

বাংলাদেশের ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আজ নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

৪র্থ টি-টোয়েন্টি

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও গাজী টিভি

আইপিএল

গুজরাট-চেন্নাই

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল ইত্তিহাদ-আল ইত্তিফাক

রাত ১২টা, সনি স্পোর্টস ৫

;