পাকিস্তান না এলেও আসছে উগান্ডা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এবারের আসরে বেশ কয়েকটি শক্তিশালী দলকে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। সে তালিকায় দক্ষিণ এশিয়ার কাবাডি জায়ান্ট পাকিস্তানের নামও ছিল। তবে ভিসা জটিলতায় পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ।

পাকিস্তান না এলেও চমক হয়ে এসেছে উগান্ডার নাম। সম্প্রতি ক্রিকেট দুনিয়ায় নিজেদের জানান দিয়েছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো খেলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সোহাগ জানালেন, ক্রিকেটের মতো কাবাডিতেও প্রতিভার স্বাক্ষর রাখছে উগান্ডা। তাই প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৬ মে-৪ জুন ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আরও লড়বে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড সবশেষ দুই কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। প্রথমবারের মতো এই তিন জায়ান্টকে দেখা যাবে বাংলাদেশের এই টুর্নামেন্টে।

উল্লেখ্য, এখন পর্যন্ত অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তিন আসরেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

   

সুপার এইটের শেষ তিন টিকিটের লড়াইয়ে নয় দল

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপে জমে উঠেছে সুপার এইটের লড়াই। বড় দলগুলোর মধ্যে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। তাদেরসহ মোট ছয়টি বিদায় নিয়েছে নিশ্চিতভাবেই। পাকিস্তানের সম্ভাবনাও ঝুলে আছে। এদিকে পাঁচটি দল কেটে ফেলেছে সুপার এইটের টিকিট। এতে বাকি তিন টিকিটের লড়াই এখন বাকি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সুপার এইটের অনেকটাই কাছে। তবে সব মিলিয়ে সুপার এইটে যাওয়ার সুযোগ আগে মোট নয় দলের।  

বিশ্বকাপে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড-নেপাল খেলেছে দুইটা করে ম্যাচ। ওমান খেলেছে চারটা ম্যাচ। বাকী ষোলো দলের সবার শেষ তিনটা করে ম্যাচ।

গ্রুপ এ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। সেখান থেকে কেউই এখন পর্যন্ত অফিশিয়ালি বাদ পড়েনি। যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড এবং পাকিস্তান সবার সামনেই আছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ।

গ্রুপ বি থেকে পরের রাউন্ডে জায়গা করেছে অষ্ট্রেলিয়া। বাদ পড়েছে ওমান ও নামিবিয়ার। এতে লড়াইটা এখন দুই প্রতিবেশী ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে। যদিও গত রাতে ওমানকে উড়িয়ে সম্ভাবনার চাকা অনেকটাই নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

গ্রুপ সি ভাগ্য নির্ধারণ হয়ে গেছে সবার। এই গ্রুপ থেকে সুপার এইটে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। এমিলিনেটেড হয়েছে নিউজিল্যান্ডের মতো দল। এছাড়াও পাপুয়া নিউ গিনি এবং উগান্ডা বাদ পড়েছে আরও আগেই।

সবশেষ গ্রুপ ডি এর অবস্থা অনেকটাই গ্রুপ এ এর মতো। একদল নিশ্চিত করেছে। তবে এখানে রেড সিগন্যাল পাওয়া একমাত্র দল শ্রীলঙ্কা। বাংলাদেশ-নেদারল্যান্ডস-নেপাল সবার সামনেই সুযোগ আছে এখনও।

গ্রুপপর্বে লড়াই আজসহ (শুক্রবার) আরও পাঁচদিনের। সেখানকার ১১টি ম্যাচ শেষ হলেই দাঁড়িয়ে যাবে পরের রাউন্ডের সূচি।

;

‘শান্তদের শেষ আটে স্বাগতম’, বললেন মাশরাফি

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের আগে প্রস্তুতিটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ছাড়াও প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও হেরেছিল শান্ত-সাকিবরা। তবে মূলপর্বে নিজেদের দারুণভাবে প্রমাণ করে চলেছেন নাজমুল হোসেন শান্তর দল। ডালাস থ্রিলারে লঙ্কানদের ২ উইকেটে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচেও জয়ের একদম দুয়ারে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে এবার ডাচদের হারিয়ে সুপার এইটে এক পা রেখেই দিল শান্তর দল। কাগজে-কলমের হিসেবে কার্যত এখনো পরের রাউন্ডে নিশ্চিত না হলেও অনেকটাই কাছে চলে গেল তারা। তবে দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা তো এখনই বাংলাদেশকে দেখছেন সুপার এইটে। দলকে জানিয়ে দিয়েছেন শুভেচ্ছাও। 

গত রাতে আর্নস ভ্যালেতে ডাচদের বিপক্ষে ২৫ রানে জেতে বাংলাদেশ। এই মাঠে পুরো এক দশক পর মাঠটিতে গড়াল কোনো ম্যাচ। এর আগে ২০১৪ সালে সবশেষ ম্যাচটিও খেলেছিল বাংলাদেশ, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচ থেকে বিশ্বকাপ দলে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সেন্ট ভিনসেন্টের স্টেডিয়ামটি ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে মাশরাফির। দলের জয় উৎসবের দিনে সেই স্মৃতিই তুলে ধরলেন ফেসবুকের এক পোস্টে। 

এই মাঠে অধিনায়ক হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তবে সেটি শেষ করে যেতে পারেননি। সাকিবের অধিনায়কত্বে পরে বাংলাদেশ ম্যাচটা জেতে। সেই স্মৃতি ফিরিয়ে পোস্টটিতে মাশরাফি বলেন, ‘‘বাংলাদেশের অধিনায়ক হয়ে সেন্ট কিটসের (আসলে সেইন্ট ভিনসেন্ট) এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম। প্রথম ইনিংসে সম্ভবত ৩৮ বা ৪০ রান করেছিলাম। প্রথম ইনিংসে ৬ ওভার বল করে ইনজুরিতে পড়ি এবং পরে আর বল করা হয়নি। যদিও টেস্ট ম্যাচ আমরা জিতি এবং রিয়াদ সেকেন্ড ইনিংসে ৬ (৫) উইকেট পায়। এটাই আমার শেষ টেস্ট ম্যাচ ছিলো এবং আমি এরপর অপারেশন করে আবার প্রায় আট মাস পর দলে ফিরি। সেটা ছিলো ২০০৮ (২০০৯) সাল, এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসাবে দলের দায়িত্ব নেয়।’ 

মাশরাফি এরপরই আসেন ম্যাচ প্রসঙ্গে। ম্যাচে বোলাররা ছিলেন দারুণ ছন্দে। তবে নজর কেড়েছেন সাকিব। ফর্মহীন সময়কে বুড়ো আঙুল দেখিয়ে ৪৬ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে রিয়াদ ও জাকেরের ক্যামিওর প্রশংসাও করেছেন মাশরাফি। ‘আজ সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে, সেই সাথে রিয়াদ এবং জাকিরের কথা বলতেই হবে। তারা দুজনও সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিলো সেটাই করেছে।’

ম্যাচটিতে বরাবরের মতোনই বোলাররা ছিলেন দারুণ ছন্দে। এতে তাদের আলদা করে কৃতিত্ব দিতে ভোলেননি মাশরাফি। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিংয়ে পুরো দল হিসাবে আবার ও দারুণ পারফর্ম্যান্স। দিন দিন  রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে, মুস্তাফিজ, সাকিব (তানজিম সাকিব) অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত, বিগত দুই বছরে এই ফরম্যাটে বুমরাহর পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে।’

মাশরাফি বাংলাদেশকে দেখছেন সুপার এইটেই। তার মতে আর নেই কোনো বাঁধা। তাই তো জানিয়ে দিয়েছেন শুভেচ্ছাও। ‘এই বিশ্বকাপ সত্যিই আমাদের জন্য বিশাল সুযোগ। এতো স্লো উইকেটে খেলা যেটা আমরা সবসময় আশা করি। সেরা আটে স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব।’

শেষে আরও একবার সাকিব বন্দনায় মাতলেন মাতলেন। সঙ্গে অভিনন্দন জানালেন পুরো দলকে। ‘সাকিব কে টুপি খোলা সালাম,সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ বিগ রিলিফ। অভিনন্দন বাংলাদেশ!’

;

দেখে নিন ২০২৪ ইউরোর পূর্ণাঙ্গ সূচি 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউরোপীয় ফুটবলের আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ (শুক্রবার) দিবাগত রাত ১টায় আয়োজক জার্মানির বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের ১৭তম আসরের। ১৫ জুন থেকে ১৫ জুলাই, পুরো মাসব্যাপী এই টুর্নামেন্টে গড়াবে ৫১টি ম্যাচ। ভেন্যু থাকছে ১০টি। 

মোট ২৪টি দল অংশ নিচ্ছে এই আসরে। চারটি করে মোট ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে শুরু হবে গ্রুপপর্বের খেলা। সেখান থেকে যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। 

এক নজরে দেখে দিন আসরের গ্রুপগুলো। 

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

বাংলাদেশের সময় অনুসারে দেখে নিন আসরের পুরো সূচি। 

গ্রুপপর্ব:

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১৫ জুন

রাত ১টা

জার্মানি-স্কটল্যান্ড

মিউনিখ          

১৫ জুন

সন্ধ্যা ৭টা

হাঙ্গেরি-সুইজারল্যান্ড           

কোলন

১৫ জুন

রাত ১০টা

স্পেন-ক্রোয়েশিয়া           

বার্লিন  

১৬ জুন

রাত ১টা

ইতালি-আলবেনিয়া           

ডর্টমুন্ড

১৬ জুন

সন্ধ্যা ৭টা

পোল্যান্ড-নেদারল্যান্ডস  

হামবুর্গ

১৬ জুন

রাত ১০টা

স্লোভেনিয়া-ডেনমার্ক           

স্টুটগার্ট

১৭ জুন

রাত ১টা

সার্বিয়া-ইংল্যান্ড

গেলসেন

১৭ জুন

সন্ধ্যা ৭টা

রোমানিয়া-ইউক্রেন           

মিউনিখ          

১৭ জুন

রাত ১০টা

বেলজিয়াম-স্লোভাকিয়া           

ফ্রাঙ্কফুর্ট

১৮ জুন

রাত ১টা

অস্ট্রিয়া-ফ্রান্স 

ডুসেলডর্ফ

১৮ জুন

রাত ১০টা

তুরস্ক-জর্জিয়া  

ডর্টমুন্ড

১৯ জুন

রাত ১টা

পর্তুগাল-চেক প্রজাতন্ত্র           

লাইপজিগ

১৯ জুন

সন্ধ্যা ৭টা

ক্রোয়েশিয়া-আলবেনিয়া     

হামবুর্গ

১৯ জুন

রাত ১০টা

জার্মানি-হাঙ্গেরি

স্টুটগার্ট

২০ জুন

রাত ১টা

স্কটল্যান্ড-সুইজারল্যান্ড           

কোলন

২০ জুন

সন্ধ্যা ৭টা

স্লোভেনিয়া-সার্বিয়া           

মিউনিখ

২০ জুন

রাত ১০টা

ডেনমার্ক-ইংল্যান্ড           

ফ্রাঙ্কফুর্ট

২১ জুন

রাত ১টা

স্পেন-ইতালি   

গেলসেন

২১ জুন

সন্ধ্যা ৭টা

স্লোভাকিয়া-ইউক্রেন           

ডুসেলডর্ফ

২১ জুন

রাত ১০টা

পোল্যান্ড-অস্ট্রিয়া           

বার্লিন

২২ জুন

রাত ১টা

নেদারল্যান্ডস-ফ্রান্স           

লাইপজিগ

২২ জুন

সন্ধ্যা ৭টা

জর্জিয়া-চেক প্রজাতন্ত্র           

হামবুর্গ

২২ জুন

রাত ১০টা

তুরস্ক-পর্তুগাল 

ডর্টমুন্ড

২৩ জুন

রাত ১টা

বেলজিয়াম-রোমানিয়া           

কোলন

২৪ জুন

রাত ১টা

সুইজারল্যান্ড-জার্মানি           

ফ্রাঙ্কফুর্ট

২৪ জুন

রাত ১টা

স্কটল্যান্ড-হাঙ্গেরি           

স্টুটগার্ট

২৫ জুন

রাত ১টা

আলবেনিয়া-স্পেন           

ডুসেলডর্ফ

২৫ জুন

রাত ১টা

ক্রোয়েশিয়া-ইতালি           

লাইপজিগ

২৫ জুন

রাত ১০টা

ফ্রান্স-পোল্যান্ড

ডর্টমুন্ড

২৫ জুন

রাত ১০ টা

নেদারল্যান্ডস-অস্ট্রিয়া           

বার্লিন

২৬ জুন

রাত ১টা

ডেনমার্ক-সার্বিয়া           

মিউনিখ

২৬ জুন

রাত ১টা

ইংল্যান্ড-স্লোভেনিয়া           

কোলন

২৬ জুন

রাত ১০টা

স্লোভাকিয়া-রোমানিয়া           

ফ্রাঙ্কফুর্ট          

২৬ জুন

রাত ১০টা

ইউক্রেন-বেলজিয়াম           

স্টুটগার্ট

২৭ জুন

রাত ১টা

জর্জিয়া-পর্তুগাল           

গেলসেন

২৭ জুন

রাত ১টা

চেক প্রজাতন্ত্র-তুরস্ক           

হামবুর্গ

শেষ ষোলো: 

২৯ জুন

রাত ১০টা

এ২-বি২

বার্লিন

৩০ জুন

রাত ১টা

এ১-সি২

ডর্টমুন্ড

৩০ জুন

রাত ১০টা

সি১-ডি/ই/এফ৩

গেলসেন         

১ জুলাই

রাত ১টা

বি১-এ/ডি/ই/এফ৩

কোলন

১ জুলাই

রাত ১০টা

ডি২-ই২          

ডুসেলডর্ফ

২ জুলাই

রাত ১টা

এফ১-এ/বি/সি৩          

ফ্রাঙ্কফুর্ট          

২ জুলাই

রাত ১০টা

ই১-এ/বি/সি/ডি৩        

মিউনিখ

৩ জুলাই

রাত ১টা

ডি১-এফ২       

লাইপজিগ       

কোয়ার্টার-ফাইনাল:

 

৫ জুলাই

রাত ১০টা

ম্যাচ ৩৭ জয়ী-ম্যাচ ৩৯ জয়ী    

স্টুটগার্ট          

৬ জুলাই

রাত ১টা

ম্যাচ ৪১ জয়ী-ম্যাচ ৪২ জয়ী    

হামবুর্গ

৬ জুলাই

রাত ১০টা

ম্যাচ ৩৮ জয়ী-ম্যাচ ৪০ জয়ী    

ডুসেলডর্ফ

৭ জুলাই

রাত ১টা

ম্যাচ ৪৩ জয়ী-ম্যাচ ৪৪ জয়ী    

বার্লিন

 

সেমি-ফাইনাল: 

১০ জুলাই

রাত ১টা

ম্যাচ ৪৫ জয়ী-ম্যাচ ৪৬ জয়ী    

মিউনিখ

১১ জুলাই

রাত ১টা

ম্যাচ ৪৭ জয়ী-ম্যাচ ৪৮ জয়ী    

ডর্টমুন্ড

ফাইনাল: 

১৫ জুলাই

রাত ১টা

ম্যাচ ৪৯ জয়ী-ম্যাচ ৫০ জয়ী    

বার্লিন

;

তিন ওভারেই ওমানকে হারিয়ে দিল ইংল্যান্ড, টিকে রইল আশা

  ক্রিকেট কার্নিভাল



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে গিয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপের সুপার এইটে খেলা। সেই শঙ্কা এখন অনেকটাই দূর করে ফেলেছে তারা। সবশেষ ম্যাচে ওমানকে ৪৭ রানে অলআউট করে ম্যাচ জিতে নিয়েছে মাত্র ১৯ বলে। আর তাতেই নেট রান রেট বেড়ে স্কটিশদের ছাড়িয়ে গেছে ইংল্যান্ড। এখন শেষ ম্যাচে ইংল্যান্ড জয় পেলে অন্যদিকে স্কটিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বসলে সুপার এইটে চলে যাবে ইংল্যান্ড।

ম্যাচে আধিপত্য দেখাতে হতো ইংল্যান্ডকে। বাড়িয়ে নিতে হতো নেট রান রেট। সেই কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করে দেখিয়েছে তারা। টসে জিতে বোলিং করতে নেমে ওমানকে গুড়িয়ে দিয়েছে ১৩.২ ওভারে। আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চারদের বোলিং তোপে দুই অংকের দেখা পেয়েছে ওমানের এক ব্যাটার। দলীয় সর্বোচ্চ ১১ রান আসে শোয়েব আলীর ব্যাট থেকে। ওমানের ইনিংস থামে ৪৭ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করে ইংল্যান্ড। যেন যত দ্রুত সম্ভব জেতা চায় তাদের। বাড়িয়ে নেওয়া চায় নেট রান রেট। ফিল সল্ট জস বাটলার ও জনি বেয়ারস্টোরা ব্যাট চালিয়েছেন ৩০০-৪০০ স্ট্রাইক রেট বজায় রেখে। দলীয় সর্বোচ্চ ৮ বলে ২৪ রান আসে বাটলারের।

গ্রুপপর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচ আগামীকাল। যেখানে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। যেখান জয় পেলেই মিলতে পারে সুপার এইটের টিকিট। কেননা, স্কটল্যান্ড ৫ পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলেও তাদের নেট রান রেট ২.১৬৪। অন্যদিকে ইংল্যান্ডের ৩ পয়েন্ট থাকলেও নেট রান রেট ৩.০৮১। অর্থাৎ শেষ ম্যাচে স্কটিশরা হেরে গেলে এবং ইংল্যান্ড জয় পেলে সুপার এইটে উঠে যাবে ইংল্যান্ড।

;