রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আবহাওয়া অধিদফতর ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।

রোববার (২৮ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী তিন দিন সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী তিন দিন সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

   

চার বছরে ডিএনসিসির অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরবেন আতিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব গ্রহণের পর চার বছরের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরবেন মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৩ মে) সকালে চার বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএনসিসি। সেখানে তিনি তার দায়িত্বগ্রহণের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

অনুষ্ঠানের শুরুতে মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিশ্রুতি পূরণে তাদের চেষ্টার কমতি ছিল না। কিন্তু করোনার অভিঘাত ছাড়াও নানারকম সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এদিকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পেয়েছিল সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।

দায়িত্ব গ্রহণের চার বছরে এসে দেখা যাচ্ছে, 'সচল ঢাকা' চ্যালেঞ্জ মোকাবিলায় আলোর মুখ দেখা যায়নি। সচল ঢাকা করতে গেলে ঢাকায় যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি নগর বাসী।

ডিএনসিসি জানায়, ২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম। ওইদিন প্যানেল মেয়র জামাল মোস্তফা তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। সেখানে নির্বাচিত হয়ে ডিএনসিসির মেয়র হন তিনি। পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন আতিকুল ইসলাম। পরবর্তীতে একই বছরের ১৩ মে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;

কটিয়াদীতে তীব্র গরমের মধ্যেও কুয়াশা



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বৈশাখের তীব্র গরমের মধ্যেও কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। ঘাসের ডগায় জমেছে শিশির বিন্দু। এতে বিস্মিত হয়েছেন অনেকে। 

সোমবার (১৩ মে) কটিয়াদী উপজেলার বিভিন্ন গ্রামে কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং প্রচণ্ড গরম পড়ে।

অনেকেই বলছেন, গ্রীষ্মে প্রকৃতির এমন দৃশ্য বিরল। নানা কারণে প্রকৃতি বিরূপ আকার ধারণ করেছে। 


পথচারী আবুল কাশেম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণেই এমন ঘটেছে বলে মনে হয়। ফজরের নামাজ পড়ে বের হয়েই দেখি চারদিকে কুয়াশা৷ এসময়ে কিছুটা ঠান্ডাও অনুভূত হয়।’

জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘প্রকৃতি আর আগের মতো নেই৷ সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এগুলো ভবিষ্যৎ এর জন্য ভালো লক্ষ্মণ নয় বলে মনে করেন তিনি৷’

;

৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল সামাদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিকে কর্মরত রয়েছেন। এই চাকুরী থেকে অবসর নেওয়ার পর হোমিও চিকিৎসক হবেন এই ইচ্ছা থেকেই এস এস সি পরীক্ষা দেন তিনি।

তিনি ২০২৪ সালে নাটোর জেলার মহরকয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়েছেন।

৩৭ বছরের চাকরি জীবনে কর্মস্থলের বাস্তবতা, কঠোর পরিশ্রম, শত অপ্রাপ্তির মধ্যেও অদম্য ইচ্ছা শক্তির মধ্য দিয়ে লেখাপড়া করে এসএসসি পাশ করায় জেলা পুলিশ তাকে সংবর্ধনা দিয়েছেন।

পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ জানান, ১৯৬৮ সালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৭ সালে ৮ম শ্রেণি পাস করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। বড় ছেলে এইচএসসি পাশ করে ঢাকায় একটি বেসরকারি চাকরি করেন। ছোট ছেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে।

আব্দুস সামাদ বলেন, তার পরিবারে দুইজন হোমিও চিকিৎসক রয়েছেন। চাকরির ফাঁকে তিনি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসার বই পড়াশোনা করেন দীর্ঘদিন ধরে। অবসর জীবনে সময় কাটানোর চিন্তা ভাবনা থেকে তিনি হোমিও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন দীর্ঘদিন ধরে। হোমিওপ্যাথি চিকিৎসা কোর্সে ভর্তি হতে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা ছিল না তার। একারণে ২০২২ সালে তিনি নাটোর মহরকয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাশ করার পর তিনি এখন ডিএইচএমএস কোর্সে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন। অবসরে যাওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করতে চান আব্দুস সামাদ।

তিনি আরও বলেন, এ বয়সে লেখাপড়া করার জন্য আমার পরিবার ও পুলিশ বিভাগ উৎসাহ দেয়ার পাশাপাশি সহযোগিতা করেছে। ফলাফল প্রকাশের পর আমার পরিবার যেমন খুশি হয়েছে তেমনি জেলা পুলিশও অভিনন্দন জানিয়েছে, দিয়েছেন সংবর্ধনা।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ৫৭ বছর বয়সে এসএসসি বিজয়ী জীবন যুদ্ধে পিছিয়ে পড়াদের অনন্য অনুপ্রেরনা ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুস সামাদ। যা জেলা পুলিশের জন্য আনন্দের উৎস।

;

বেনাপোলে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত 



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বেনাপোল(যশোর)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টাকালে সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আমজাদ আলী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার (১৩ মে) ভোর ৪ টায় বেনাপোল পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্র গুলো নিশ্চিত করে।

আহত আমজাদ আলী শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।

আহতের পরিবার সুত্রে জানা যায়, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শর্ট গানের গুলি ছুঁড়ে। এতে বেনাপোলে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে আমজাদ আলী গুলিবিদ্ধ হয়। পরে সকর্মীদের সহযোগীতায় বাড়ি ফিরে আসলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে।

এর আগে এ সীমান্তে গত ৩ এপ্রিল বিএসএফের রাবার বুলেটে শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে দুই বাংলাদেশি আহত হয়েছিল।

বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফ্ফার জানান, পুটখালী সীমান্তের বীপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পরিবারের কাছ থেকে জেনেছেন।

এ ব্যাপারে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সোমবার সকাল ১০ টায় জানান, এখন পর্যন্ত পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে কেউ আহত হয়েছেন এমন খবর তিনি পায়নি। তিনি আরো বলেন, পুটখালী সীমান্ত পথে অবৈধ পারাপারের সুযোগ কম। এরপরও যেহেতু তিনি বিষয়টি শুনলেন খবর নিয়ে পরবর্তীতে জানাবেন।

;