ইসরায়েলে ফের রকেট হামলা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রবাহিনী হিজবুল্লাহ ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) রাতে এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।

ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানায়, লেবানন থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে। মেরন পর্বতের আশপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে বাহিনী।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তরও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটলিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালিয়েছে।'

ইসরারায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নিজস্ব আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাফল্যের সঙ্গে লেবানন থেকে আসা এই হামলা প্রতিহত করেছে। হামলার উৎসে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

   

ইরানের সঙ্গে বন্দর চুক্তি, নিষেধাজ্ঞার বিষয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করা যেকোনো দেশই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে চলে। এবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে ভারতকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ইরান এবং ভারত চাবাহার বন্দর সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে। আমি ভারত সরকারকে বলবো চাবাহার বন্দরের পাশাপাশি তার নিজস্ব দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে তার নিজস্ব বৈদেশিক নীতির লক্ষ্যগুলোর মেনে চলা উচিত।

চাবাহার বন্দরে ইরানের সাথে ভারতের চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু বলব, যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলি বহাল রয়েছে এবং আমরা সেগুলি প্রয়োগ করতে থাকব।

তিনি বলেন, আপনি আমাদেরকে বেশ কয়েকটি উদাহরণে এটি বলতে শুনেছেন, যে কোনও সত্তা, যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন বিবেচনা করে, তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে যে তারা নিজেদেরকে উন্মুক্ত করছে এবং নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।

ভারত এবং ইরান সোমবার (১৩ মে) ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে একটি টার্মিনাল পরিচালনার জন্য ১০ ​​বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি একটি পদক্ষেপ যা আঞ্চলিক সংযোগের পাশাপাশি বাণিজ্য সম্পর্ককে বাড়িয়ে তুলবে।

;

মধ্য গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৪



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

মঙ্গলবার (১৪ মে) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসিরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি তিনতলা বাড়িতে ইসরায়েল ওই বিমান হামলা চালায়।

এদিকে ইউনিসেফের একজন কর্মকর্তা গাজায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রাফাতে জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রথম বিদেশী স্টাফ সদস্যের হত্যার নিন্দা জানিয়ে ‘পূর্ণ তদন্ত’ দাবি করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী রাফাহ এর কুয়েতি হাসপাতালের কর্মীদের চিকিৎসা দিতে বারণ করার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, কয়েক ঘণ্টার মধ্যে অঞ্চল জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ হাজার ৯১ জন নিহত এবং ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন।

;

মুম্বাইয়ে ধূলিঝড়ে 'বিশাল বিলবোর্ড' পড়ে ৮ জন নিহত, আহত ৫৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপারে শক্তিশালী ধূলিঝড়ে বিশাল বিলবোর্ডের নিচে চাপা পড়ে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫৯ জন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে বলেও মুম্বাই পুলিশ জানায়।

সোমবার (১৩ মে) এ দুর্ঘটনার খবর জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ হঠাৎই আকাশ কালো করে জোরালো ঝড় ওঠে মুম্বাইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই।

এ ঘটনার বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেগুলোতে দেখা গেছে যে বিজ্ঞাপনী বিলবোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর; যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোলপাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানিয়েছিল, বিলবোর্ডের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে।

ঘটনাটির প্রত্যক্ষদর্শী স্বপ্নিল খুপ্তে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "ধূলিঝড়ে বিলবোর্ডটি যখন পড়ছিল তখন আমি সেখানে ছিলাম। সেই স্থানটিতে আগে থেকেই গাড়ি, বাইক এবং লোকজনের সমাগম। ফলে বিলবোর্ডটি পড়ার পর সেগুলো সব আটকে যায়। আমরা আটকা পড়া মানুষদেরকে উদ্ধারে চেষ্টা করছিলাম। কিন্তু কোনভাবেই তাদেরকে বের করতে পারিনি।"

পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। ধ্বংসাবশেষের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধার অভিযানে কাজ করছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মানুষকে উদ্ধার করাই আমাদের প্রথম লক্ষ্য। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে। আর যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়া হবে।

এছাড়াও মুম্বাইতে এমন বিলবোর্ড পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এ ঘটনা কীভাবে হলো তা খতিয়ে দেখতে রাজ্য সরকার কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে।

সোমবার বিকেলে এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করা হয়েছিল। আবহাওয়ায় বড় ধরনের কোনও পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বই,পালঘর এবং থানের বাসিন্দাদের। তার পরেই কয়েক মিনিটের ওই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মুম্বাই শহর।

ফলে থমকে যায় শহরের সমস্ত যান চলাচল। ঝড়ে মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল এবং মেট্রো পরিষেবাও। এর মধ্যেই ঝড়ের প্রাবল্যে ঘাটকোপড়ের ওই বিলবোর্ডটিও ভেঙে পড়ে।

;

রেকর্ড ৫.১ বিলিয়ন ডলার মুনাফা এমিরেটসের



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে। পূর্ববর্তী বছরের তুলনায় ৭১ শতাংশ বেশি মুনাফা করতে সক্ষম হয়েছে। এই সময়কালে গ্রুপের রাজস্ব আদায়ের পরিমান ছিল ৩৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য সাবসিডিয়ারির সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ আজ সোমবার (১৩ মে) ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। চলতি বছরের গত ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে গ্রুপটি মুনাফা, রাজস্ব ও নগদ ব্যালেন্সের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। বিগত দুই বছরে গ্রুপটি যে পরিমাণ মুনাফা করতে সমর্থ হয়েছে, তা ২০২০-২২ এ করোনা অতিমারির কারণে ক্ষতির পরিমাণকে ছাড়িয়ে গেছে।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, পুরো বছরজুড়ে সারা বিশ্বে আকাশ পরিবহণ এবং ভ্রমণ সংক্রান্ত সেবায় উচ্চ চাহিদা পরিলক্ষিত হয়েছে। আমাদের এই অভূতপূর্ব ফলাফলের মূল কারণ হলো যে, আমরা দ্রুততার সাথে গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছি। বিগত বছরগুলোতে প্রোডাক্ট ও সেবায়, কার্যকর পার্টনারশিপ গড়ে তুলতে এবং আমাদের প্রতিভাবান এমপ্লয়ীদের সক্ষমতা বৃদ্ধিতে অব্যাহতভাবে যে বিনিয়োগ করেছি, তার ফসল এখন আমরা তুলছি।

এমিরেটসের পারফরম্যান্স

২০২৩-২৪ সালে এমিরেটসের যাত্রী ও কার্গো ক্ষমতা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৭.৭ বিলিয়ন এটিকেএম এ দাঁড়িয়েছে, যা করোনা পূর্ববর্তী সময়ের কাছাকাছি। এসময় এয়ারলাইনটি ৫১.৯ মিলিয়ন যাত্রী পরিবহণ করেছে, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। প্যাসেঞ্জার সিট ফ্যাক্টর বৃদ্ধি পেয়ে ৭৯.৯ শতাংশে দাঁড়িয়েছে।

গত বছর এমিরেটসের রাজস্বের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ সময় এয়ারলাইনটি ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করে নতুন এক রেকর্ড স্থাপন করেছে। এসময় এমিরেটসের প্রফিট মার্জিন ছিল ১৪.২ শতাংশ যা এয়ারলাইন ইতিহাসে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবছর শেষে এয়ারলাইনটির নগদ সম্পদের পরিমাণ ছিল ১১.৭ বিলিয়ন ডলার।

এমিরেটসের মালামাল পরিবহণ শাখা ‘স্কাইকার্গো’ গত বছর ২.২ মিলিয়ন টন কার্গো পরিবহণ করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। এসময় স্কাইকার্গোর রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩.৭ বিলিয়ন ডলার, যা এয়ারলাইনের মোট রাজস্ব আয়ের ১১ শতাংশ।

ডানাটা পারফরম্যান্স

২০২৩-২৪ অর্থবছরে ডানাটা’র মুনাফা ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮৭ মিলিয়নে দাঁড়িয়েছে। এসময়, প্রতিষ্ঠানটির রাজস্ব আদায় ছিল রেকর্ড ৫.২ বিলিয়ন ডলার।

গত ৩১ মার্চ এমিরেটস গ্রুপের মোট এমপ্লয়ীর সংখ্যা ছিল ১১২,৪০৬ যা গ্রুপটির ইতিহাসে সর্বোচ্চ।

উল্লেখ্য, বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস এয়ারলাইন ও ডানাটা সারাবিশ্বে তাদের রিক্রুটমেন্ট কার্যক্রম অব্যাহত রেখেছে।

;