ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস শনিবার (২৭ এপ্রিল) জানিয়েছে, তারা গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে সম্প্রতি ইসরায়েলের একটি পাল্টা প্রস্তাব পেয়েছে এবং তারা সেটি পর্যালোচনা করছে।

রয়টার্স জানিয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেছেন, ‘হামাস তাদের অবস্থানের ব্যাপারে ইহুদিবাদী দেশ ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে, যা গত ১৩ এপ্রিল মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামাস ওই প্রস্তাব পর্যলোচনা করছে এবং তাদের পর্যালোচনার কাজ শেষ হলে তারা সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে।’

গত ১৩ এপ্রিল হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিলেও ইসরায়েল সেটির বিরোধিতা করে।

এদিকে ইসরায়েল এবং মিশরের মিডিয়া জানিয়েছে, মধ্যস্থতাকারী মিশরের একটি প্রতিনিধিদল স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতি আলোচনাকে পুনরুজ্জীবিত করার জন্য শুক্রবার ইসরায়েলে পৌঁছেছে।

গত নভেম্বরে এক সপ্তাহ যুদ্ধবিরতি পালনের পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর পাশাপাশি মিশর একটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ওই এক সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের ৮০ জন জিম্মির মুক্তির বিনিময়ে দেশটির কারাগারে বন্দী ২৪০ জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে মিশরীয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, ‘মিশর ও ইসরায়েলের প্রতিনিধিদলের মতামত কাছাকাছি আনার ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি হয়েছে।’

   

যুদ্ধবিরতি আলোচনায় বল এখন ইসরায়েলের কোর্টে : হামাস



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার (১০ মে) বলেছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে কায়রো ছেড়েছে।

রয়টার্স জানিয়েছে হামাস আরো বলেছে, ‘বল এখন সম্পূর্ণরূপে ইসরায়েলের কোর্টে।’ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী প্রতিনিধিদলটি কায়রো থেকে দোহায় যাত্রা করেছে।

এদিকে, যথারীতি মধ্যস্থতাকারীদের উন্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং প্রস্তারে বেশ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়েছে দখলদার ইসরায়েল।

হামাস অন্যান্য ফিলিস্তিনি উপদলের কাছে এক বার্তায় বলেছে, তারা চুক্তিটি বিবেচনা করছে। সে অনুযায়ী বল এখন পুরোপুরি দখলদারদের কোর্টে।

মিশরের রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ বৃহস্পতিবার (৯ মে) জানিয়েছে, উভয় শিবিরের প্রতিনিধিরা গাজা উপত্যকায় সাত মাসের যুদ্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দিনের আলোচনার পর কায়রো ছেড়েছে।

অন্যদিকে একটি উচ্চপর্যায়ের মিশরীয় সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা আরো জানিয়েছে, মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা দুই পক্ষের দৃষ্টিভঙ্গি কাছাকাছি আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

হামাস গত সোমবার বলেছিল, তারা মধ্যস্থতাকারীদের উন্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। গোষ্ঠীটি তখন বলেছিল, একটি ‘স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন ও ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক ইসরায়েসি জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে।

একই সময়ে নেতানিয়াহুর কার্যালয় প্রস্তাবটিকে ইসরায়েলের মূল দাবি থেকে অনেক দূরে বলে অভিহিত করে। তবে তার সরকার কায়রোতে আলোচকদের পাঠাবে বলে জানিয়েছে।

ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিরোধীতা করে আসছে। তারা জোর দিয়ে বলেছে, তাদেরকে অবশ্যই হামাসকে সম্পূর্ণরুপে নির্মূল করতে হবে।

;

জাপান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাপান সফরে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রয়টার্স জানিয়েছে, যুবরাজ সালমান জাপানে ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত অবস্থান করবেন।

এই সফরে তিনি জাপানের সম্রাট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে শুক্রবার (১০ মে) জানিয়েছে টোকিও।

উল্লেখ্য যে, জাপানের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশএই সৌদি আরব এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জাপানের গেমিং জায়ান্ট নিন্টেন্ডো কোম্পানির বিদেশী বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হয়েছে।

সৌদির সার্বভৌম সম্পদ তহবিল এখন কিয়োটোভিত্তিক গেম কোম্পানির ৮.৩ শতাংশের মালিক।

নামের আদ্যক্ষরের কারণে সংক্ষেপে ‘এমবিএস’ নামে পরিচিত সৌদি আরবের ডি-ফ্যাক্টো এই নেতার ২০১৯ সালের পর এটিই প্রথম জাপান সফর।

তিনি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার দেওয়া ভোজ সভায় যোগ দেবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করবেন।

বিস্তারিত কিছু না জানিয়ে জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‘কিশিদা দ্বিপাক্ষিক সহযোগিতা ও মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনার পরিকল্পনা করবেন।’

৩৮ বছর বয়সি যুবরাজ সালমান ২০১৭ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সৌদি আরবে জাপানের গেমিং খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন।

২০২২ সালে যুবরাজ এ খাতে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

;

থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডে চলতি বছরের এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা ২০২৩ সালের মোট সংখ্যার চেয়ে বেশি।

এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (১০ মে) এ তথ্য জানালো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যতিক্রমী গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে করে দেশটির কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। এক্ষেত্রে ২০২৩ সালে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছিল ৩৭ জনের।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, থাইল্যান্ডের কৃষি প্রধান উত্তরপূর্বাঞ্চলে হিটস্ট্রোকে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।

আবহাওয়া বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

গত এপ্রিলে থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত বছর দেশটিতে সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।

;

ঢাকায় আসছেন ডোনাল্ড লু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ডোনাল্ড লু

ডোনাল্ড লু

  • Font increase
  • Font Decrease

চলতি মাসেই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বাংলাদেশসহ তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন। এ মাসের ১০ থেকে ১৫ তারিখ ব্যাপী তিনি এই দেশগুলোতে সফর করবেন।

তার এই সফরের উদ্দেশ্য প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন করা।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকায় তার ত্রী-রাষ্ট্রীয় সফর শেষ করবেন।

ঢাকায় তিনি সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশীদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করা সহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারত সফরকালে তিনি দক্ষিণ ভারতে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করতে কনস্যুলেট কর্মীদের সাথে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলঙ্কার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং শ্রীলঙ্কার সাথে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও গভীর করতে কলম্বো ভ্রমণ করবেন।

তার বৈঠকে, তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টির পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর হিসেবে একটি শক্তিশালী নাগরিক সমাজের গুরুত্বকে পুনরায় তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর আসন্ন সফরে রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অন্যান্য বিষয়ও অবশ্যই আলোচনায় আসবে বলে জানান হাছান মাহমুদ।

সূত্র: ভয়েস অব আমেরিকা

;