ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম সভায় শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উপ-নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ ৭মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

   

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ৯ জনই এমপির স্বজন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ টি উপজেলায় বুধবার (৮ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪৯টি উপজেলায় আওয়ামী লীগের নেতারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবার এর মধ্যে আট জন এমপির স্বজন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা উপেক্ষা করেই ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয়রা।  এর মধ্যে ১১ উপজেলায় ৯ জন নির্বাচিত ও দুজন পরাজিত হয়েছেন। একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নোয়াখালীর সুবর্ণচরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুবর্ণচর উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান এ এইচ এম খাইরুল আনম চৌধুরীর বিপরীতে প্রার্থী হয়েছিলেন।

নোয়াখালীর হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী।

পিরোজপুরের নাজিরপুরে চেয়ারম্যান হয়েছেন এস এম নূরে আলম শাহীন। তিনি পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিমের ভাই। 

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান।

কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

বগুড়ার দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। সারিয়াকান্দিতে ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও সোনাতলায় ছোট ভাই মিনহাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা সফিকুল ইসলাম।

খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ব প্রদীপ কার্বারি। তিনি আওয়ামী লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার জামাতা।

টাঙ্গাইলের ধনবাড়ীতে পরাজিত হয়েছেন হারুনুর রশীদ। তিনি স্থানীয় এমপি আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। মৌলভীবাজারের বড়লেখায় পরাজিত হয়েছেন স্থানীয় এমপি শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমেদ। 

;

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী যারা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে।

এর মধ্যে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন (উপরের সারিতে বাঁ থেকে) আলীউজ্জামান চৌধুরী (কালুখালী), এস এম বায়েজিদ হোসেন (পিরোজপুর সদর), মোহাম্মেদ সাখাওয়াত হোসেন (সারিয়াকান্দি), সামচুল আলম চৌধুরী (ফরিদপুর সদর), মিনহাদুজ্জামান লীটন (সোনাতলা), আনোয়ার আলী মোল্লা (চরভদ্রাসন); (নিচের সারিতে বাঁ থেকে) মোহাম্মদ মুরাদুজ্জামান (মধুখালী), আমাম হোসেন (মুজিবনগর), আনারুল ইসলাম (মেহেরপুর সদর), খন্দকার সাইফুল ইসলাম (পাংশা), নূর ই আলম (নাজিরপুর), জিয়াউল আহসান গাজী (ইন্দুরকানি)।

ঢাকা বিভাগ
টাঙ্গাইলের ধনবাড়ীতে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। ঢাকার নবাবগঞ্জে নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহারে আলমগীর হোসেন। মানিকগঞ্জের হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান। মুন্সিগঞ্জের গজারিয়ায় আমিরুল ইসলাম। নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদ হোসেন। গাজীপুরের কালীগঞ্জে আমজাদ হোসেন স্বপন।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আরিফুল আলম চৌধুরী ও সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন। কুমিল্লার লাকসামে ইউনুস ভূইয়া, মনোহরগঞ্জে আব্দুল মান্নান চৌধুরী ও মেঘনায় তাজুল ইসলাম তাজ। ফেনীর ফুলগাজীতে হারুন মজুমদার। খাগড়াছড়ির মানিকছড়িতে জয়নাল আবেদীন। চাঁদপুরের মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা তালুকদার ও মতলব উত্তরে মোহাম্মদ মানিক। বান্দরবান সদরে আব্দুল কুদ্দুস ও আলীকদমে জামাল উদ্দিন। নোয়াখালীর সুবর্ণচরে আতাহার ইশরাক সাবাব চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোমা আক্তার।

রাজশাহী বিভাগ
পাবনার সাঁথিয়ায় সোহেল রানা খোকন, বেড়ায় রেজাউল হক বাবু ও সুজানগরে আব্দুল ওহাব। বগুড়ার সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দিতে সাখাওয়াত হোসেন সজল ও গাবতলীতে অরুন কান্তি রায় সিটন। রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল উদ্দিন সোহেল ও তানোরে লুৎফর হায়দার রশিদ ময়না। নওগাঁর বদলগাছীতে শামসুল আলম খান, পত্নীতলায় আব্দুল গাফফার ও ধামইরহাটে আজহার আলী।

খুলনা বিভাগ
মেহেরপুরের সদরে আনারুল ইসলাম ও মুজিবনগরে আমাম হোসেন মিলু। চুয়াডাঙ্গার জীবনননগরে হাফিজুর রহমান হাফিজ। কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা ও খোকসায় আল মাছুম মুর্শেদ। সাতক্ষীরার শ্যামনগরে সাঈদ উজ জামান ও কালীগঞ্জে শেখ মেহেদী হাসান সুমন। বাগেরহাটের কচুয়ায় মেহেদী হাসান বাবু ও রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন। মাগুরা সদরে রানা আমীর ওসমান ও শ্রীপুরে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।

সিলেট বিভাগ
সিলেট সদরে সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় বদরুল ইসলাম, গোলাপগঞ্জে মঞ্জুর কাদির শাফি ও বিশ্বনাথে সুহেল আহমদ চৌধুরী। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকবাল হোসেন খান ও আজমিরীগঞ্জে আলাউদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় মাওলানা ফজলুল হক খান সাহেদ, জুড়িতে কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখায় আজির উদ্দিন। 

রংপুর বিভাগ
দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, বিরামপুরে পারভেজ কবীর। লালমনিরহাটের পাটগ্রামে রুহুল আমীন বাবুল ও হাতীবান্ধায় লিয়াকত হোসেন বাচ্চু। ঠাকুরগাঁওয়ের হরিপুরে আব্দুল কাইয়ুম পুষ্প। পঞ্চগড় সদরে শাহনেওয়াজ প্রধান, তেঁতুলিয়ায় নিজাম উদ্দিন খান ও আটোয়ারীতে আনিসুর রহমান।

বরিশাল বিভাগ
পিরোজপুর সদরে বায়েজিদ হোসেন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী ও নাজিরপুরে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন। বরিশাল সদরে আব্দুল মালেক ও বাকেরগঞ্জে রাজিব আহমেদ তালুকদার।

;

সিলেটে ভোটযুদ্ধে বিজয়ী যারা



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট 
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সিলেটের চারটি উপজেলায় শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন চারটি উপজেলার রিটার্নিং কর্মকর্তারা।

সিলেটের চারটি উপজেলায় বিজয়ী যারা-

সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ২৩ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৬৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক মো. সাইফুল ইসলাম। উড়োজাহাজ প্রতীকে তিনি ১৮ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক ওলিউর রহমান। তিনি টিয়া পাখি প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ৮৫৮টি।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. হাসিনা আক্তার। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন মোট ৩৫ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলরুবা বেগম। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৮১ ভোট।

দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। তিনি টেলিফোন প্রতীকে ২০ হাজার ৬১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো.মাহবুবুর রহমান। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের ফয়েজ আহমদ ১৮ হাজার ৯০ ভোট পেয়েছেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি। তিনি পদ্মফুল প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ২৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মোছা. ফহিমা বেগম পেয়েছেন ১৮ হাজার ৮২০ ভোট।

গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

তিনি দোয়াত কলমে প্রতীকে ৩৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুবলীগের সভাপতি আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. নাবেদ হোসেন। তিনি চশমা প্রতীকে ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫২০ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সেলিনা আক্তার শীলা। তিনি ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিছ আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯৫৭ ভোট।

বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি (বহিষ্কৃত) মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৩ হাজার ৩২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলাম উদ্দিন বই প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫১২ ভোট।

নারী ভাইস চেয়াম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের মোছা. করিমা বেগম। তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোছা.জুলিয়া বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

;

চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে জয়ী হলেন যারা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আরিফুল আলম চৌধুরী রাজু, মিরসরাইয়ে এনায়েত হোসেন নয়ন ও এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে স্ব-স্ব উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন। এর আগে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সীতাকুণ্ড:

সীতাকুণ্ড উপজেলায় ৯২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ মঞ্জু দোয়াত-কলম প্রতীকে ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী। টিউবওয়েল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।

৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। হাঁস প্রতীকে ৮ হাজার ৮০৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শামীমা আক্তার লাভলী।

মিরসরাই:

এদিকে মিরসরাই উপজেলায় ১১৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে ৩৩ হাজার ৭০ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আতাউর রহমান ঘোড়া প্রতীকে ২০ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাইফুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকের মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে ফুটবল প্রতীকের উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমত আরা কলস প্রতীকে ২০ হাজার ৫৭৭ ভোট।

সন্দ্বীপ:

দ্বীপ উপজেলা সন্দ্বীপে মোট ৮৫ টি ভোট কেন্দ্রে এস এম আনোয়ার হোসেন আনারস প্রতীকে ৪১৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৩১ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে হালিমা বেগম শান্তা ফুটবল প্রতীকে ৩৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ তানমি লিজা পেয়েছেন ৫ হাজার ৮৮৮। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

;