যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার সাত উপজেলার ৬২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক ও রেলপথ, তলিয়ে গেছে ২৫ হাজার ৯০০ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্থ হয়েছে পুকুরের মাছ, মুরগির খামার, গরুর খাবার, বিস্তীর্ণ ফসলেন মাঠ।