শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে প্রায় তিনযুগ আগে নির্মিত হয় ‘কাঁটাখালী সেতু’। ২০১০ সালে পাহাড়ি ঢলে সংযোগ সড়কের মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে যায়। বিকল্প বাঁশের সাঁকো তৈরি করে করেছে এলাকাবাসী প্রায় ১০ গ্রামের মানুষ এ সাঁকো দিয়ে যাতায়াত করছে।