প্রযুক্তির উৎকর্ষে প্রতিনিয়ত বিস্ময়কর সব আবিষ্কার আমাদের অবাক করছে। তেমনি এক উদ্ভাবনী আবিষ্কার চার পা বিশিষ্ট স্পটমিনি রোবট।

এর বাহ্যিক গঠন এবং চলন ভঙি কুকুরের মত হওয়ায় একে আবার ডগ রোবটও বলা হচ্ছে।

৩ ফুটেরও কম এই ছোট্ট রোবটটি ৩০ কেজি ওজনের ভার বহন করতে পারবে। তবে বোস্টন রোবটস এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ১০ টি স্পটমিনি একত্রে ১৫,০০০ পাউন্ডের একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছে।

এছাড়াও আপনার বাসা-বাড়ি, অফিস সহ, প্রতিদিনকার কাজে বিভিন্নভাবে সাহায্য করবে স্পটমিনি।

আর ১ বার চার্জেই টানা ৯০ মিনিট সার্ভিস দিতে পারবে এই রোবটটি। সব রকমের জায়গায় যেমন সমতল, উচুনিচু সড়ক কিংবা সিড়ি বেয়েও উঠতে পারবে এটি।

স্পটমিনির স্টোরেজের তথ্যানুসারে স্বাধীনভাবেই পথ চলতে পারবে এবং ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেকও একে পরিচালনা করা যাবে।

রোবটির কার্যক্রম পরিচালনা করতে এর ভিতরে থাকছে নেভিগেশন, স্টেরিও ক্যামেরা, ডেপথ সেন্সর এবং থ্রীডি ভিশন যা একে পথ চলতে সাহায্য করবে।

বোস্টন রোবটস বলছে অতী শীঘ্রই ব্যবসায়িক ভাবে বাজারজাতকরণ করা হবে স্পটমিনি।

রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন রোবটস ২০১৬ সাল থেকে এই স্পটমিনি নিয়ে বিভিন্নরকম পরীক্ষা মূলক কাজ করে আসছে....a