কণ্ঠে স্বর থাকলে সৃষ্টি হয় শব্দের। আর শব্দের মাধুরতায় পরও আপন হয়। কণ্ঠই পারে আপনকে দূরে ঠেলে দিতে আবার অচেনাকে আপন করে নিতে। কিন্তু কোনো সুকণ্ঠর যদি কণ্ঠস্বরটাই হারিয়ে যায়, তাহলে?