করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি হয়েছে। টুইটার তার কর্মীদের ঘরে বসে কাজ করতে বলেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, হ্যান্ডসেক, আলিঙ্গন, কোলাকুলি না করার জন্য। জনবহুল বাংলাদেশের স্বাস্থ্য নিরাপত্তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে? স্কুলে, বাসে, বাজারে, ভিড়ে, সভায়, সমাবেশে, অনুষ্ঠানে কতটুকু নাগরিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে?