আসছে জুলাই মাসে বিশ্বের ২৪০ টি দেশের অংশ গ্রহণে শুরু হচ্ছে ভিশন টুয়েন্টিটুয়েন্টি। দুবাইতে বসবে বিশ্বের এই মেগা বাণিজ্যি আসর। বাংলাদেশেরও একটি প্যাভিলিয়ন থাকবে সেখানে। দেশের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ থাকছে এই আসরে। ভিশন টুয়েন্টিটুয়েন্টিকে ঘিরে দুবাইতে নতুন ৫০০ শতাধিক পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করা হয়েছে। এসব হোটেলে ক্লিনার প্রয়োজন হবে। বাংলাদেশের শ্রমিকদের সুনাম বিশ্বব্যাপী। তাই দুবাই সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা জটিলতা দূর করতে পারলে অনেক সম্ভবনা রয়েছে।প্রকৌশলী এম এ মাহমুদ চৌধুরী