দিল্লির জামে মসজিদ অপূর্ব শিল্পশৈলীতে ১৬৪৪-১৬৫৬ সালের সময়কালে নির্মিত হয় দিল্লির জামে মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান লাল বেলে পাথর দিয়ে সুবিশাল মসজিদটি নির্মাণ করেন। দিল্লির জামে মসজিদকে বলা হয় 'মসজিদ-ই-জাহান-নুমা' বা 'জগতের প্রতিবিম্ব মসজিদ'। তৎকালের ১০ লাখ রুপি ব্যয়ে ৫০০০ শিল্পী ও শ্রমিক ১২ বছরের অক্লান্ত পরিশ্রমে নান্দনিক জামে মসজিদ নির্মিত হয়।