যে কোনো গাছের পাতা দিয়েই যেমন বাঁশির মতো সুর তুলতে পারেন। তেমনি গলাতেও রয়েছে মায়াবী সুর। হাতের কাছে যাই পান সেটাই হয়ে ওঠে, বাদ্যযন্ত্র। চায়ের ট্রে, বিস্কুটের কৌটা, কিছুই না পেলে টেবিলও তার কাছে মৃদঙ্গ হয়ে ওঠে।